ইয়াস ঝড়ের ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/06/2021   শেষ আপডেট: 07/06/2021 12:06 p.m.

দু'টি দলে ভাগ হয়ে এলাকা পরিদর্শন করবেন এই বিশেষ দল

ঘূর্ণিঝড় ইয়াসের (Yaas) কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আকাশ পথে সেইসব এলাকা পরিদর্শন করেছেন। এবার সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্র সরকারের বিশেষ প্রতিনিধি দল। সোমবার দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা তাঁরা খতিয়ে দেখবেন। তারপর মঙ্গলবার নবান্নে বিশেষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা জানা গেছে।

রাজ্য সরকার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় এবং উপকূলবর্তী অঞ্চল গুলি সুরক্ষিত রাখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে চলেছে। যেখানে থাকছেন কলকাতা, যাদবপুর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। যাঁদের পরামর্শে আগামী দিনে কীভাবে উপকূলবর্তী অঞ্চল গুলি সুরক্ষিত রাখা যায় তার সুপারিশ চাওয়া হবে। চলতি সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে বিশেষ বৈঠকের কথা রয়েছে। এর মধ্যেই কেন্দ্রের বিশেষ দল রাজ্যে এসে ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরিদর্শন করবেন বলে খবর। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, হিঙ্গলগঞ্জ, গোসাবা, পাথরপ্রতিমা, সাগর প্রভৃতি অঞ্চলে গিয়ে সেই দল সরেজমিনে সমস্ত বিষয় খতিয়ে দেখবেন।

বিশেষ সূত্রে খবর, রবিবার সেই দল রাজ্যে এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব এস কে সাহির নেতৃত্বে দলটি এসেছে। দলটি দু'টি ভাগে বিভক্ত হয়ে কাজ করবেন। একদল দুই ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চল এবং অপর দল মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন করবেন বলে সূত্রের খবর। দিল্লি ফিরে যাওয়ার আগে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল, সিভিল ডিফেন্স এবং অর্থ দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা।

উল্লেখ্য, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির ২০ হাজার টাকার তালিকা তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রীর প্রদত্ত তালিকা সরেজমিনে খতিয়ে দেখতে এই বিশেষ দল আসছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।