রাজ্যে ভোটের ফল পরবর্তী হিংসার তদন্তে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ৪ সদস্যের বিশেষ দল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/05/2021   শেষ আপডেট: 06/05/2021 1:31 p.m.
twitter.com/AmitShah

কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া চিঠির পর আসছে এই বিশেষ দল

রাজ্যে ভোটের ফল পরবর্তী হিংসা অব্যাহত। এই নিয়ে তদন্ত করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার রাজ্যকে ফের কড়া চিঠির পর বৃহস্পতিবার চার সদস্যের দল পাঠাল অমিত শাহের মন্ত্রক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অতিরিক্ত সচিব পর্যায়ের অফিসার ওই দলের নেতৃত্ব দেবে। রাজ্যের যেসব এলাকায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে, সেইসব এলাকায় ঘুরে ঘুরে তদন্ত করবে এই দল।

উল্লেখ্য, রাজ্যে ভোটের ফল পরবর্তী হিংসায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনকড় উদ্বেগ প্রকাশ করেছেন। নব নিযুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নিয়ে তিনি কথা বলেছেন। রাজ্য বিজেপি নেতৃত্ব কেন্দ্রের কাছে রিপোর্ট করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে জবাব চেয়েছে। হিংসা রুখতে রাজ্য কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সে বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে কেন্দ্র। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বিশেষ দল পাঠাচ্ছে বলে সূত্রের খবর। স্বতঃপ্রণোদিত ভাবে দল পাঠানোর সিদ্ধান্তে কেন্দ্র রাজ্যের সংঘাত সামনে এল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, ভোট পরবর্তী হিংসার ঘটনায় তৃণমূল বিজেপিকেই দায়ী করেছে। নির্বাচনের সময়ে বিজেপি নেতৃত্বের ক্রমাগত বিরূপ মন্তব্যে ফল এমন হচ্ছে বলে মনে করছে তৃণমূলের একাংশ। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "বিজেপি নিজেদের পরাজয় মানছে না। তাই এমন করছে।" তিনি আরও বলেছেন, "এটা বিজেপির রাজনৈতিক নাটক। আমাদের কর্মীদের হত্যা করে এখন নাটক করছে বিজেপি।" অন্যদিকে রাজ্যে এমন হিংসার ঘটনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন, "স্বাধীন ভারতে এমন ঘটনা কেউ দেখেনি। বিধানসভা নির্বাচনের পর এমন ঘটনায় আমরা হতবাক। এমন উদ্বেগজনক ঘটনা দেশভাগের সময় ঘটেছিল।"