ভাটপাড়া, জগদ্দলের পর এবার নরেন্দ্রপুর, বাড়ির সামনে পড়ে দেহ, পায়ে গুলির ক্ষত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/07/2022   শেষ আপডেট: 03/07/2022 11:43 a.m.
প্রতীকী ছবি @pixabay

মৃতের বাড়ি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, রাজ্যে পরপর শ্যুটআউটের ঘটনায় চাঞ্চল্য

২৪ ঘন্টা কাটতে না কাটতেই রাজ্যে পরপর তিনটি শ্যুটআউটের ঘটনা। প্রথমে উত্তর ২৪ পরগণার ভাটপাড়া, তারপর জগদ্দল, এবার দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর। যদিও খুন নাকি আত্মহত্যা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঠিক কী ঘটেছিল? গতকাল রাত সাড়ে তিনটে নাগাদ নরেন্দ্রপুর (Narendrapur) এলাকার লস্করপুরে বাড়ি সামনে একজনকে পড়ে থাকতে দেখা যায়। রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেই ব্যক্তি। নাম ভোলা দাস। সূত্রের খবর মৃতের পায়ে গুলির ক্ষত ছিল। তবে কখন কীভাবে মৃত্যু হল এখনও স্পষ্ট নয়। আত্মহত্যা কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে ঘটনার পর মৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র, দাবি এমনটাই। তাহলে অস্ত্র নিয়েই বচসা নাকি অন্য কারণ এখনও স্পষ্ট নয়। বাড়ির সামনে নিজের ভাইপো ভোলা দাসকে পড়ে থাকতে দেখে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

উল্লেখ্য, গতকাল উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায় (Bhatpara) শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। ১২ নম্বর ওয়ার্ডের বাকড়া মহল্লায় পরপর চলেছিল গুলি। ইমারতি ব্যবসায়ী সালামউদ্দিন আনসারির মাথায় গুলি লাগার কারণে মৃত্যু হয়েছিল। তারপর গতকাল গভীর রাতে জগদ্দলে মদের আসরে বচসার জেরে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। ফের নরেন্দ্রপুরের ঘটনায় চাঞ্চল্য।