নদিয়ায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রকে পিষে দিল ট্রাক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/03/2022   শেষ আপডেট: 15/03/2022 11:24 a.m.

ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা

মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা (accident) নদিয়ায় (Nadia)। স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে পিষে দিল আটা বোঝাই এক ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বালকের। উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় ট্রাকটিতে। ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

সূত্রের খবর, দূর্ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানা এলাকার আঁইসমালী বেলেআটিপাড়া অঞ্চলে। স্থানীয় বালক তৃতীয় শ্রেণির পড়ুয়া মোমিন মন্ডল (৯) এদিন সকালবেলা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। এমন সময় আচমকাই পিছন দিক থেকে বেপরোয়াভাবে এসে সাইকেলটিকে ধাক্কা মারে আটা বোঝাই একটি ট্রাক। ট্রাকের পিছনের চাকা পিষে দেয় বালককে।

ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় ট্রাকে। তাদের প্রতিবাদের জেরে রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ঘাতক ট্রাক সমেত চালককে আটক করেছে পুলিশ।