অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ের পুজোয় ৫২০ ভরি সোনা! কোথা থেকে আসছে টাকা?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/10/2021   শেষ আপডেট: 31/10/2021 8:22 p.m.
অনুব্রত মণ্ডল facebook.com/AnubrataMondalOfficial

দুইদিন আগেই কঙ্কালীতলায় ১২ ঘন্টার মহাযজ্ঞের আয়োজন করেছিলেন অনুব্রত মণ্ডল

বীরভূম জেলা তৃণমূল সভাপতি (Birbhum District TMC president) অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) চিরকালই ঈশ্বরের ভক্ত বলেই পরিচিত। কখনও বীরভূমের  তারাপীঠ, কখনও নলাটেশ্বরী মন্দির, কখনও আবার কঙ্কালীতলায় একাধিকবার মহাযজ্ঞে শামিল হয়েছেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে গত দুইদিন আগেই কঙ্কালীতলায় ১২ ঘন্টার মহাযজ্ঞের আয়োজন করেছিলেন তিনি। মহাযজ্ঞের উপকরণ হিসাবে ছিল ১৬৫ কেজি কাঠ, ৭৫ কেজি ঘি সহ নানান দ্রব্য। 

এর সঙ্গেই প্রত্যেক বছর বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে কালীপুজো করে আসছেন অনুব্রত মণ্ডল। যেই পুজো দেখতে ভিড় করেন অনেকেই। মনস্কামনা মিটতেই বছর বছর বাড়ছে পুজোর আড়ম্বর। প্রথম বছর প্রতিমার গায়ে ছিল ১৮০ ভরি সোনার গয়না। পরের বছর তা বেড়ে হয় ২৬০ ভরি। আগেরবার ছিল ৩৫০ ভরি। আর এই বছর মোট ৫২০ ভরি সোনার গয়না দিয়ে প্রতিমাকে সাজানো হবে বলেই জানা যাচ্ছে। আগেরবারের থেকে যা ১৭০ ভরি বেশি।

তবে এত টাকা আসে কোথা দিয়ে? যদিও এ বিষয়ে অনুব্রত মণ্ডল এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "মাকে আমি গয়না দিই না। সকলে দেয়। এবারে মায়ের গয়না আরও ১৭০ ভরি বেড়েছে। মঙ্গলবার দিন মাকে সাজানো হবে।"