ক্রেতা সেজে পাচারকারীদের ধরল বন দপ্তর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/12/2020   শেষ আপডেট: 26/12/2020 4:56 p.m.
-

সুন্দরবনে উদ্ধার তক্ষক ও হরিণের চামড়া

বন্যপ্রাণী সংরক্ষণে বন দপ্তর ও পুলিশ সদা সতর্ক থাকলেও মাঝে মাঝেই পাচার চক্রকে সক্রিয় হয়ে উঠতে দেখা যায়৷ বৃহষ্পতিবার রাতে সুন্দরবনে এমনই একটি পাচার চক্র ধরা পড়ল বন দপ্তরের উদ্যোগে৷

দিন পনেরো আগে সুন্দরবনের গভীর জঙ্গল থেকে লুপ্তপ্রায় প্রাণী পাচারের খবর আসে দপ্তরে৷ মৃত পশুর চামড়া পাচারের খবরও পাওয়া যায়৷ পাচার চক্রটিকে হাতেনাতে ধরতে দক্ষিণ ২৪ পরগণার সহকারী বনাধিকারিক অনুরাগ চৌধুরী তাঁর কর্মচারীদের নিয়ে ক্রেতা সাজেন৷ কুলতলির কাঁটামারি থেকে বৃহষ্পতিবার রাতে তাঁরা উদ্ধার করেন ৯টি তক্ষক৷ গ্রেপ্তার হয় এলাকারই বাসিন্দা ৪ পাচারকারী৷ ওইদিন রাতেই আবার অভিযান চালায় বন দপ্তর৷ এবার নামখানার সীমাবাঁধ থেকে গ্রেপ্তার হয় এক পাচারকারী৷ উদ্ধার হয় তার সঙ্গে থাকা চারটি হরিণের চামড়া৷

বন দপ্তর এবার কোনও মতেই নাগাল পাচ্ছিল না এই পাচারকারীদের৷ শেষে নানা সূত্র ধরে পাচারকারীদের সামনে ১০ লাখ টাকায় ৯টি তক্ষক কেনার টোপ ফেলেন সহকারী বনাধিকারিক৷ সেই ফাঁদে পা দিয়েই ধরা পড়ল ওই চারজন৷ অন্যদিকে হাতেনাতে ধরা পড়ে নামখানার চামড়া পাচারকারী৷ ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা জারি হয়েছে৷