পিকনিক থেকে ফেরার পথে তিস্তায় গাড়ি উল্টে মৃত্যু ৪ জনের, নিখোঁজ ১

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/02/2021   শেষ আপডেট: 02/02/2021 3:55 p.m.

ঘন কুয়াশার কারণে গাড়ি সোজাসুজি তিস্তার জলে গিয়ে পড়ে

পিকনিক থেকে বাড়ি ফেরার পথে ফের দুর্ঘটনার কবলে পড়ে বাংলার বুকে মৃত্যু হল চারজনের। গত রবিবার দার্জিলিংয়ের ত্রিবেণী তে পিকনিক করতে যাচ্ছিলেন গরুবাথান এলাকার এক দল গ্রামবাসী। তারা মোট তিনটি গাড়িতে ছিলেন ১৫-২০ জন। পিকনিক থেকে ফেরার পথে কালিম্পং এর গরুবাথান এর কাছে খরস্রোতা তিস্তা নদীতে একটি গাড়ি তলিয়ে যায়। তবে তিস্তাতে রাতের অন্ধকারে গাড়ি পড়ে গেলেও তা অন্যরা টের পাইনি। তবে রবিবার গভীর রাত অব্দি ওই গাড়িতে না ফেরায় তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরের দিন দুপুর দিকে তিস্তায় রাফটিং টিম তল্লাশি শুরু করে। গোটা সোমবার তল্লাশি চালালেও তিস্তার দাপটে কারোর হদিশ পাওয়া যায়নি। অবশেষে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে ৪ জনের দেহ উদ্ধার হয়। তবে এখনও খোঁজ মেলেনি ১ জনের। এখনো তিস্তার বুকে জোড় তল্লাশি চলছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকনিক থেকে ফেরার পথে গত রবিবার রাতে বেশ ঘন কুয়াশা ছিল। ঘন কুয়াশার কারণে ওই গাড়ির ড্রাইভার সামনে বড় বাঁক আছে তা বুঝতে পারিনি। তাই সোজাসুজি সেই গাড়ি গিয়ে তিস্তায় পরে। ঘন কুয়াশার কারণে তাদের সাথে যাওয়া দুটি গাড়িও দুর্ঘটনার টের পায়নি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে এক মহিলা সহ ৩ জনের দেহ উদ্ধার হয়েছে।