১৮ ঘন্টা ভেন্টিলেশনে দেড় বছরের শিশু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/12/2020   শেষ আপডেট: 13/12/2020 4:20 p.m.

আপ্রাণ চেষ্টায় প্রাণ বাঁচালেন ডাক্তাররা

পরিবারের সচেতনতা ও ডাক্তারদের সতর্ক প্রচেষ্টায় প্রাণ বাঁচল একরত্তির৷

বীরভূমের দুবরাজপুরের ঘটনা৷ সেখানকার ফকিরপাড়া এলাকার দেড় বছরের এক শিশু বিষাক্ত কোনও কিছু খেয়ে ফেলেছিল৷ বিষক্রিয়ায় প্রবল অসুস্থ হয়ে পড়ে সে৷ দেরি না করে নিস্তেজ হতে থাকা শিশুটিকে দ্রুত সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা৷ তারপর শুরু হয় ‘যমে–মানুষে টানটানি’৷ সময় নষ্ট না করে শিশুটিকে অক্সিজেন দিতে থাকেন ডাক্তাররা, তাকে নিয়ে যাওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে৷ ১৮ ঘন্টা ধরে ভেন্টিলেশনে রাখা হয় তাকে৷ এরপর ধীরে ধীরে শিশুটি সুস্থতার দিকে যেতে থাকে৷ এখনও ডাক্তারদের সতর্ক নজরদারিতে রাখা হয়েছে তাকে৷

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এ ঘটনায় পরিবারের সচেতনতার কথা উল্লেখ করে বলেন, দ্রুত যদি পরিবারের লোকজন বাচ্চাটিকে হাসপাতালে না আনতেন, তাহলে ওকে বাঁচানো যেত না৷ ডাক্তারদের সতর্ক ও যথাযথ ভূমিকায় খুশি শিশুটির পরিবারের লোকজনও৷