বদায়ুন গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার করল যোগী পুলিশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/01/2021   শেষ আপডেট: 08/01/2021 4:52 p.m.

বাইকে করে পালানোর সময় সত্যনারায়নকে গ্রেপ্তার করে যোগী পুলিশ

যোগী পুলিশ এবার বদায়ুন গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মন্দিরের প্রধান পুরোহিত সত্যনারায়নকে গ্রেফতার করল। সে গত রবিবার তার দুই শিষ্যের সাথে ৫০ বছরের এক মহিলাকে মন্দিরে গণধর্ষণ করে খুন করেছিল। এর আগেই যোগী পুলিশ সত্যনারায়ণের দুই শিষ্যেকে গ্রেপ্তার করেছিল। কিন্তু মূল অভিযুক্ত সত্যনারায়নকে খুঁজে পাচ্ছিল না পুলিশ। সে পাশের গ্রামে তার এক শিষ্যের বাড়িতে গিয়ে গা ঢাকা দিয়েছিল। কিন্তু সেখান থেকে বাইকে করে পালানোর সময় সত্যনারায়নকে গ্রেপ্তার করে যোগী পুলিশ।

হাথরস কান্ডের নির্মম স্মৃতিকে আবার মনে করিয়ে দিয়েছে বদায়ুন গণধর্ষণকাণ্ড। অভিযোগ উঠেছে, বছর পঞ্চাশের এক মহিলা গত রবিবার মন্দিরে পুজো দিতে যায়। সেখান থেকে তাকে গাড়িতে তুলে নির্মমভাবে অত্যাচার চালায় প্রধান অভিযুক্ত পুরোহিত সত্যনারায়ন ও তার দুই শিষ্য। সেই মহিলাকে গণধর্ষণ করে তিনজন এবং তার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। ভারী বস্তু দিয়ে আঘাত করে ভেঙে দেওয়া হয় তার বুকের পাঁজর। তার হাত-পাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর তাকে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায় অভিযুক্তরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও সঙ্গে সঙ্গে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।