শিক্ষক দিবসের আগেই সমস্ত রাজ্যের শিক্ষকদের ভ্যাকসিন দেওয়া হবে, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/08/2021   শেষ আপডেট: 25/08/2021 4:51 p.m.

শিক্ষকদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী

করোনা (Corona) সংক্রমনের জেরে গত বছরের মার্চ মাস থেকে দেশজুড়ে সমস্ত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। দ্বিতীয় ঢেউয়ের আগে বেশকিছু রাজ্যে স্কুল খুললেও তা দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে সংক্রমণের হার কিছুটা কমায় প্রশ্ন উঠছে কবে থাকতে স্কুল কলেজ চালু হবে? এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) আজ অর্থাৎ বুধবার টুইট করে জানিয়েছেন, "চলতি মাসে প্রত্যেকটি রাজ্যকে ২ কোটি অতিরিক্ত করোনার ভ্যাকসিন দেওয়া হবে। স্কুল খোলার জন্য শিক্ষকদের আগে ভ্যাকসিন প্রদান করতে হবে। তাই ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের (Teacher's Day) আগে সমস্ত রাজ্যের শিক্ষকদের ভ্যাকসিন দেওয়াতে অগ্রাধিকার দেওয়া হবে।" প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের মার্চ মাস থেকে সমস্ত স্কুল বন্ধ রয়েছে। কেন্দ্র সরকারের অনুমতি নিয়ে গত বছরের অক্টোবর মাসে কিছু রাজ্যে আংশিকভাবে স্কুল খোলা হয়েছিল। কিন্তু এপ্রিল মাসে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় আবারও সব স্তব্ধ হয়ে গেছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেছিলেন যে করোনা পরিস্থিতি হাতের নাগালে থাকলে পুজোর ছুটির পর স্কুল খোলা হতে পারে। তিনি গত সোমবার এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, "তৃতীয় ঢেউ বিপদজনক না হলে পুজোর পর স্কুল খুলবে। সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপরে।" তারপরই গতকাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত জেলাশাসকদের সাথে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে তিনি শিক্ষকদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে দৈনিক সংক্রমণ তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৯৫ জন ও উত্তর ২৪ পরগনা আক্রান্ত হয়েছেন ৮৯ জন। বাকি সব জেলাতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ এর নিচে আছে।