মর্মান্তিক! মধ্যরাতে ট্রাকের তলায় পিষ্ট ১৫ পরিযায়ী শ্রমিক!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/01/2021   শেষ আপডেট: 19/01/2021 10:21 a.m.
twitter

সুরাটের ভয়াবহ পথ-দুর্ঘটনায় গভীর শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

আবারও মধ্যরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। লকডাউনে মহারাষ্ট্রের রেলে পরিযায়ী শ্রমিকমৃত্যুর স্মৃতি উস্কে দিয়ে আরও একবার গাড়ি চাপা পড়ে প্রাণ হারালেন ১৫ জন পরিযায়ী শ্রমিক। গুজরাটের সুরাট থেকে কিছু দূরে কোসাম্বা গ্রামে মঙ্গলবার মধ্যরাতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে বিপত্তি ঘটায় একটি আখবোঝাই ট্রাক।

কোসাম্বা গ্রামের কিম-মান্ডবী সড়কের ধারে ফুটপাতেই আশ্রয় ওই পরিযায়ী শ্রমিকদের। জানা গেছে, এরা প্রত্যেকেই রাজস্থানের বাসিন্দা এবং সুরাটে এসেছেন কাজের জন্য। সুরাট পুলিশ সুপারিনটেনডেন্ট সিএম জাদেজা জানান, আখবোঝাই ওই ট্রাক একটি ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উঠে পড়ে ওই ফুটপাতের ঘুমন্ত শ্রমিকদের ওপর। হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গেই ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। পরে আহতদের মধ্যে আরও দু'জন প্রাণ হারান। বাকি আরও আহত শ্রমিকদের চিকিৎসা চলছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। একইসাথে পুঙ্খানুপুঙ্খভাবে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ট্রাকচালককে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে।