রাজস্থান থেকে রাজধানী, কেঁপে উঠলো ভূভাগ

কৌস্তভ চ্যাটার্জী
প্রকাশিত: 18/12/2020   শেষ আপডেট: 18/12/2020 4:10 p.m.

রিখটার স্কেলে তীব্রতা ৪.২

বছর জুড়ে নানা সময়েই অল্পবিস্তর ভূকম্পন প্রত্যক্ষ করেছে উত্তর ভারত। বছর শেষের আগেও তার ব্যতিক্রম হলনা। গত মধ্যরাতে রাজস্থানের আলওয়ার সহ কেঁপে উঠলো রাজধানী দিল্লি, নয়ডা, গুরুগ্রাম ও তৎসংলগ্ন অঞ্চলগুলি।

দিল্লির গণমাধ্যম সূত্রে খবর গতকাল রাত ১১:৪৬ নাগাদ জোরালো কম্পন অনুভূত হয় রাজধানীর বুকে। প্রতিটি আবাসন থেকে মানুষজন বাইরে বেরিয়ে আসেন এবং রীতিমতো আতঙ্ক ছড়ায়। যদিও কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে জানানো হয়েছে হরিয়ানা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রাজস্থানের আলওয়ার জেলায় মাটি থেকে পাঁচ কিলোমিটার নীচে এই কম্পন হয় যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.২। সোশ্যাল মিডিয়াতেও দ্রুত ছড়িয়ে পড়ে এই ভূমিকম্পের কথা।