জুনিয়ার রিসার্চ ফেলোশিপের ভাতা বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হোক, সুপারিশ শিক্ষা কমিটির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/03/2021   শেষ আপডেট: 10/03/2021 10:37 p.m.

এছাড়াও বিএসসি এবং বিকম চলাকালীন উপার্জনের সুযোগ করে দেওয়ার সুপারিশ কমিটির

জুনিয়র রিসার্চ ফেলোশিপদের ভাতা বৃদ্ধি করার দাবি জানাল এবারে শিক্ষাসংক্রান্ত স্থায়ী কমিটি। মঙ্গলবার সংসদে একটি রিপোর্ট পেশ করে তারা জানিয়েছে জুনিয়র রিসার্চ ফেলোশিপদের মাসিক ভাতা ৫০,০০০ টাকা করা উচিত। ২০১৯ এ একটি সংশোধনের নিরিখে এখন জুনিয়ার রিসার্চ ফেলোরা পেয়ে থাকেন মাসে ৩১,০০০ টাকা ভাতা, এবং সিনিয়র রিসার্চ ফেলো রা পেয়ে থাকেন ৩৫,০০০ টাকা। এই ভাতা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করে আসছিলেন গবেষকরা।

এবারে বিনয় পি সহস্রবুদ্ধের নেতৃত্বাধীন কমিটি এবারে এই ভাতা বৃদ্ধির সুপারিশ করেছে। এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো বেশি অর্থ বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী বিষয় নিয়ে ফেলোশিপ চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে সুপারিশে। এছাড়াও উচ্চশিক্ষার সময় অর্থ উপার্জনের সুযোগ দেওয়ার জন্য বি.এস.সি এবং বি.কম. এর জন্য আলাদা ইন্টার্নশিপ চালু করার প্রস্তাব দিয়েছে কমিটি। এছাড়াও ন্যানোটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে আরো বেশি করে জোর আরোপ করার পরামর্শ দিয়েছে কমিটি।