ভিখারীদের নতুন ভাবে বাঁচার পথ দেখাবে রাজস্থানের এক সংস্থা, শেখানো হবে স্কিল কোর্স

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/02/2021   শেষ আপডেট: 07/02/2021 5:02 p.m.
ভিখারি @pixabey

দেশকে ভিখারীশূন্য করা মূল লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর

দেশে এই করোনা পরিস্থিতির পর বেকারত্ব লাফিয়ে বাড়ছে। আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাস্তায় ভিখারীর সংখ্যা। তবে এই পরিস্থিতি কখনোই কাম্য নয়। তাই এবার রাজস্থানের জয়পুরে একটি সংস্থা নতুন একটি স্কিম চালু করেছে যার মাধ্যমে তারা অঞ্চলের ভিখারীদের কিছু বিষয়ে কোর্স করিয়ে তাদের আবারো জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনবে। সবাইকে একটি স্পেশাল ট্রেনিং দেওয়া হবে যার মাধ্যমে তারা কিছু কাজ করে তাদের জীবন অতিবাহিত করতে পারবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যেই উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও উড়িষ্যা থেকে কাজের খোঁজে জয়পুরে যাওয়া ৪০ জন ভিখারীকে তাদের সংস্থা এনেছে। তাদের একটি করে তাঁবু দেওয়া হয়েছে এবং সংস্থার তরফ সে প্রতিদিন সকালে তাদের যোগ, খেলাধুলা ও কম্পিউটারের ছোটখাটো কাজ শেখানো হচ্ছে। এছাড়াও তাদের কয়েকজনকে ক্যাটারিং করানো শেখানো হচ্ছে যাতে তারা পরবর্তী জীবনে ভিক্ষা না করে স্বাবলম্বী হয় জীবন অতিবাহিত করতে পারে।

জয়পুরের এই বিশেষ সংস্থার নাম রাজস্থান স্কিল এন্ড লাইভলিহুড ডেভলপমেন্ট কর্পোরেশন (RSLDC)। এই সংস্থার চেয়ারম্যান নিরাজ পাওয়ান বলেছেন, "তারা ইতিমধ্যেই স্থানীয় পুলিশ ও সোশ্যাল জাস্টিস এম্পাওয়ার্মেন্ট ডিপার্টমেন্টের সাহায্যে ১১০০ ভিখারীকে চিহ্নিত করেছে যারা তাদের সংস্থার সাথে যুক্ত হতে ইচ্ছুক। তাদের জীবন অতিবাহিত করার জন্য কাজ শেখানোর পাশাপাশি তাদের সাইকোলজিকাল কাউন্সেলিং ও ইমোশনাল সাপোর্ট দেওয়া হবে।" এছাড়াও তিনি জানিয়েছেন, "ঐসব মানুষগুলো সম্পূর্ণ লুক পরিবর্তন করে দেওয়া হবে। সবার জন্য ভালো চুল কাটার ব্যবস্থা থাকবে এবং তাদের সবাইকে নতুন পোশাক দেওয়া হবে।" অন্যদিকে রাজ্যের প্রধানমন্ত্রী অশোক গেলোট ঘোষণা করেছেন যে তারা কিছুদিনের মধ্যে ভিখারী শূন্য রাজ্য বানাবে।