Rakesh Jhunjhunwala: ৬২-তেই থমকে গেলেন শেয়ার বাজারের 'দ্য বিগ বুল' রাকেশ ঝুনঝুনওয়ালা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/08/2022   শেষ আপডেট: 14/08/2022 9:54 a.m.
-

রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

প্রয়াত হলেন ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala)। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬২ বছর। রবিবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। যদিও শেষরক্ষা হয়নি।

তাঁকে শেয়ার বাজারের 'বিগ বুল' বলা হয়। রাকেশ ঝুনঝুনওয়ালা যাত্রা শুরু করেছিলেন ১৯৮৫ সালে। হাতে ছিল মাত্র ৫ হাজার টাকার পুঁজি। বর্তমানে ফোর্বসের দেওয়া হিসেব অনুযায়ী, তাঁর সম্পত্তির মোট পরিমাণ ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। তাঁর সম্পর্কে রীতিমতো প্রবাদবাক্য ছিল যে তিনি নাকি যে শেয়ারে হাত দিতেন, তাতে প্রফিটই প্রফিট।

দিন কয়েক আগেই তাঁর স্বপ্নের উড়ান শুরু হয়েছিল 'আকাশা এয়ার'। গত বছরই তিনি জানিয়েছিলেন এই উড়ান সংস্থার কথা। কাকতালীয়ভাবে আগামী ৪ বছরের মধ্যে ৭০টি বিমানের উড়ানের লক্ষ্যমাত্রা নিয়ে এবং অন্য সংস্থাগুলির থেকে অপেক্ষাকৃত সস্তায় পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সংস্থার যাত্রা শুরুর এক সপ্তাহের মধ্যেই প্রয়াত হলেন রাকেশ।