স্ট্যাচু অফ ইক্যুয়েলিটির উদ্ধোধনে আজ হায়দরাবাদে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/02/2022   শেষ আপডেট: 05/02/2022 9:32 a.m.
নরেন্দ্র মোদী instagram.com/narendramodi

২১৬ ফুট উঁচু মূর্তিটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম মূর্তি হতে চলেছে

৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজ ভক্তিসন্ত শ্রী রামানুজাচার্যের মূর্তি উদ্বোধনে হায়দরাবাদ (Hyderabad) যাচ্ছেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভক্তিসন্ত শ্রী রামানুজাচার্যের (Ramanuj) এই মূর্তিটির উচ্চতা ২১৬ ফুট। এই মূর্তির নামকরণ করা হয়েছে ‘স্ট্যাচু অব ইক্যুয়ালিটি’ (Statue of Equality)। তেলেঙ্গানা (Telengana) রাজ্যের রাজধানী হায়দরাবাদের অদূরে সামশাবাদে উন্মোচিত হতে চলেছে এই সুউচ্চ মূর্তি। প্রায় ৪৫ একর জমির উপর এটি স্থাপন করা হয়েছে। পাঁচ রকমের ধাতু (সোনা, রুপো, তামা, পিতল ও দস্তা) দিয়ে তৈরি পঞ্চলোহায় খোদিত এই সুদৃশ্য মূর্তি বিশ্বের দ্বিতীয় উচ্চতম মূর্তি হতে চলেছে। একাদশ শতকের হিন্দু দার্শনিক সন্ত রামানুজাচার্যের সহস্রাব্দ উৎসবে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতেই এই সুবিশাল মূর্তিটি স্থাপিত হয়েছে। পদ্মফুলের উপর প্রতিষ্ঠিত সন্ত রামানুজের সুবিশাল মূর্তির পাশে ১০৮টি মন্দিরও যথেষ্ট হৃদয়গ্রাহী। শনিবার বিকেলে সামশাবাদে 'স্ট্যাচু অব ইক্যুয়ালিটি'- র আবরণ উন্মোচন করে রামানুজাচার্যের ১০০০- তম জন্মবার্ষিকী উপলক্ষে পালিত উৎসবের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী।

তেলেঙ্গানার শ্রী রামানুজাচার্যের আশ্রমস্থিত শ্রী চিন্না জিয়ার স্বামী প্রথম এই মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন। একাদশ শতকের ধর্ম আন্দোলনে এবং সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সন্ত রামানুজের অবদান অনস্বীকার্য। এই মহামানবের উল্লেখ্যযোগ্য অবদানকে স্বীকৃতি দিতেই তার জন্মবর্ষ উপলক্ষে সুউচ্চ এই মূর্তি উন্মোচিত হবে শামসাবাদে। প্রধানমন্ত্রীর দফতর (PMO) সূত্রে জানা গেছে, 'স্ট্যাচু অব ইক্যুয়ালিটি' এর সুউচ্চ মূর্তিটি ৫৪ ফুট উচ্চতার একটি ভবনের উপরে স্থাপিত হয়েছে। 'ভদ্রা বেদী' নামে ওই ভবনের একটি তলে বৈদিক ডিজিটাল গ্রন্থাগার ও গবেষণাকেন্দ্র, ভারতীয় প্রাচীন গ্রন্থ সংগ্রহালয় এবং শ্রী রামানুজাচার্যের জীবন সম্পর্কিত শিক্ষামূলক প্রদর্শনী গ্যালারি রয়েছে। । এই মহোৎসবে শ্রী রামানুজাচার্যের জীবনাদর্শকে থ্রিডি আকারে উপস্থাপনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ১০৮টি ‘দিব্য দিসম’ ঘুরে দেখবেন। সব মিলিয়ে হায়দরাবাদে উৎসবের প্রস্তুতি আজ তুঙ্গে।