প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশের ছয় শহরে শুরু হল লাইট হাউস প্রকল্প

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/01/2021   শেষ আপডেট: 01/01/2021 4:58 p.m.
@twitter

বাড়ি নির্মাণের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি

বছরের প্রথম দিনেই দেশবাসীকে আধুনিক উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের ইন্দোর, ত্রিপুরার আগরতলা, ঝাড়খন্ডের রাঁচি, গুজরাটের রাজকোট, তামিলনাড়ুর চেন্নাই ও উত্তরপ্রদেশের লখনউ; দেশের ছটি বড়ো শহরে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী সমেত লাইট হাউস প্রকল্পের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী।

নতুন উদ্ভাবনী ক্ষমতা আরোপ করে জিএইচটিসি ইন্ডিয়ার উদ্যোগে এই প্রকল্পে ছয় শহর মিলিয়ে আগামী এক বছরের মধ্যে মোট ১০০০ টি বাড়ি নির্মাণ করা হবে। সময় ও খরচ দুই-ই কমাতে এগুলি তৈরিতে ইট-বালি-সিমেন্টের বদলে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হবে। এবং ওই প্রযুক্তি সরবরাহকারীদের জন্য স্টার্ট-আপ ও তার কর্মীদের জন্য আশা-ইন্ডিয়া প্রকল্পও ঘোষণা করেন এদিন। প্রধানমন্ত্রী আরও বলেন 'হাউসিং ফর অল' স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আবাস যোজনার পাশাপাশি এ এক দৃষ্টান্তমূলক কর্মসূচি।