উপলক্ষ্য প্রধানমন্ত্রীর 'ঐতিহাসিক' জন্মদিন, প্রতি সেকেন্ডে ৭০০ জন পেলেন টিকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/09/2021   শেষ আপডেট: 17/09/2021 7 p.m.
- twitter

প্রতি মিনিটে দেশজুড়ে ৪২ হাজার টিকা দেওয়া হয়েছে

৭১-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এই দিনটিকে ঐতিহাসিক করে তুলতেই বিজেপির তরফে উদ্যোগ নেওয়া হয়েছিল, আজ দেশে সর্বাধিক করোনার টিকাকরণের রেকর্ড গড়ার। আর কর্মীদের সেই ইচ্ছেতেই পড়ল শিলমোহর। স্বাস্থ্যমন্ত্রকের এক সিনিয়র আধিকারিকের দাবি, প্রতি মিনিটে দেশজুড়ে ৪২ হাজার টিকা দেওয়া হয়েছে।    

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Union Health Minister Mansukh Mandaviya) টুইট করে বলেন, "প্রধানমন্ত্রীর জন্মদিনে দুপুর দেড়টার মধ্যে দেশে ১কোটি টিকা দেওয়া হয়েছে। এটাই দ্রুততম। আরও টিকাকরণ চলছে। আমার বিশ্বাস, আজ টিকাকরণে নতুন রেকর্ড গড়ব আমার। এটাই হবে প্রধানমন্ত্রীর উপহার।"

প্রসঙ্গত, দেশ এর আগেই ২৪ ঘন্টায় ১ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রকে স্পর্শ করেছিল। তাই এবার লক্ষ্যমাত্রা আরও বড়ো৷ মোদীর জন্মদিন উপলক্ষ্যে ২৪ ঘন্টায় ২ কোটি টিকাকরণের লক্ষ্যে মাঠে নেমেছে বিজেপি৷ তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টে পর্যন্ত ১.৭৫ কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে দেশে এবং বিকেল সাড়ে ৫টার মধ্যে দু’কোটির গণ্ডি পেরিয়ে যেতেই লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আড়াই কোটির। শুক্রবার সন্ধে ৬টা ১৫ পর্যন্ত কোউইন-এ পাওয়া তথ্য অনুযায়ী ২ কোটি ১৮ লক্ষ ১২ হাজার ৩০৩ জনকে টিকা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, বিজেপির এই ২ কোটি টিকার লক্ষ্যমাত্রা সফল করতে বেশ কয়েকদিন ধরে ৮ লক্ষ স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দিয়ে আজকে মাঠে নামানো হয়েছে৷ এমনকি আগেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছিলেন, বিজেপির বুথকর্মীরাও টিকাকরণের কাজে সাহায্য করবেন, যাতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া যায়। 

কেন্দ্র সরকার সূত্রের খবর, ভোটমুখী রাজ্যগুলিকে টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একইসঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিও সামিল হয়েছে এই অভিযানে। দুপুর পর্যন্ত বিহারে ৭.৩ লক্ষ, মধ্যপ্রদেশে ৫ লক্ষ ডোজ দেওয়া হয়েছে।