আন্তর্জাতিক নেতাদের তালিকায় ফের সেরার সেরা নরেন্দ্র মোদী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/11/2021   শেষ আপডেট: 07/11/2021 3:21 p.m.
facebook.com/narendramodi/

প্রথম পাঁচে নেই জো বাইডেন

আবারো জনপ্রিয় বিশ্বনেতাদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মর্নিং কন্সাল্ট নামক সংস্থার গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ে ৭০ শতাংশ অ্যাপ্রুভাল নিয়ে মোদী রয়েছেন প্রথমে।

২০১৯ সাল থেকে বিশ্বনেতাদের জনপ্রিয়তার পরিসংখ্যান সংগ্রহ করার কাজ শুরু করেছিল মর্নিং কন্সাল্ট নামক সংস্থাটি। সম্প্রতি সেই তালিকা প্রকাশ করে তারা। সেই তালিকারই শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস লোপেজ ওব্রাডর। তাঁর প্রাপ্ত রেটিং ৬৬ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। তবে আশ্চর্যজনকভাবে প্রথম পাঁচে জায়গা করে নিতে পারেননি আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন।

একনজরে দেখে নেওয়া যাক তালিকায় জনপ্রিয়তার নিরিখে কোন স্থানে রয়েছেন কারা?

  • নরেন্দ্র মোদী - ৭০%
  • অ্যান্ড্রেস লোপেজ ওব্রাডর - ৬৬%
  • মারিও দ্রাগি - ৫৮%
  • অ্যাঞ্জেলা মার্কেল - ৫৪%
  • স্কট মরিসন - ৪৭%
  • জো বাইডেন - ৪৪%
  • ফুমিও কিসিদা - ৪২%
  • মুন জে ইন - ৪১%
  • বরিস জনসন - ৪০%
  • পেদ্রো স্যান্চেজ - ৩৭%
  • এমান্যুয়েল ম্যাক্রোঁ - ৩৬%
  • জেয়ার বলসেরানো - ৩৫%

উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও আন্তর্জাতিক নেতাদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন নরেন্দ্র মোদী। ২০২০ সালেও মর্নিং কন্সাল্টের সমীক্ষায় নেতা বিশ্বনেতার খেতাব পান তিনি। সে সময় তাঁর প্রাপ্ত রেটিং ছিল ৬৬ শতাংশ।