করোনাভাইরাসের ভ্যাকসিন শেষ, তাই মুম্বাইয়ে বন্ধ করে দেওয়া হল ভ্যাক্সিনেশনের কাজ, কি বলছেন সেখানকার মেয়র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/04/2021   শেষ আপডেট: 09/04/2021 5:12 a.m.
কিশোরী পেডনেকার instagram.com/kishoripednekar

মুম্বাই ভারতের সবথেকে বেশি করোনা আক্রান্ত স্থানগুলির মধ্যে একটি বর্তমানে

চলতি করোনা ভাইরাস প্যান্ডেমিকে মুম্বাই থেকেই সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছেন মানুষ। এতদিন পর্যন্ত মুম্বাইয়ে খুব ভালোভাবেই করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল। কিন্তু শুক্রবার থেকে এই ভ্যাকসিন দেওয়ার কাজে কিছুটা হলেও বাঁধা পড়তে চলেছে বলে জানিয়ে দিলেন মেয়র কিশোরী পেডনেকার। তিনি একটি প্রেস কনফারেন্সে বললেন, "যদি প্রয়োজনীয় সংখ্যক ডোজ আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই করোনাভাইরাসের ভ্যাকসিনেশন এর কাজ করতে পারবোনা। তাই আপাতত কিছু দিনের জন্য এই ভ্যাক্সিনেশন বন্ধ করে দেওয়া হলো। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই ভ্যাকসিনেশনের কাজ চলেছিল। কিন্তু শুক্রবার থেকে এই ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করা হচ্ছে। যখন থেকে আবার মুম্বাইয়ে ভ্যাকসিনের ডোজ আসবে তারপর আবার ভ্যাক্সিনেশন শুরু হবে।"

তিনি আরো বলেছেন, "এই প্রথমবার মহারাষ্ট্র এতটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এর জন্য কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে দায়ী। ভ্যাকসিন কম থাকার কারণে করোনাভাইরাস এর দ্বিতীয় ডজের ভ্যাক্সিনেশন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এরকম অনেকে আছেন যারা প্রথম ভ্যাকসিন পেয়ে গিয়েছেন কিন্তু দ্বিতীয় ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছেন।" ইতিমধ্যেই মুম্বাইয়ের বেশকিছু সিভিক হাসপাতাল এবং প্রাইভেট হাসপাতাল তাদের বাইরে বোর্ড লাগিয়ে দিয়েছে করোনাভাইরাসের ভ্যাকসিন না থাকার কারণে ভ্যাক্সিনেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। বৃহৎ মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্ট এর বেশ কয়েকজনকে এই নিয়ে প্রশ্ন করা হলে তারা প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বুধবার জানিয়েছেন, মহারাষ্ট্র ইতিমধ্যেই বেশকিছু ভ্যাকসিন সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে ভ্যাকসিনের অভাবের কারণে।