১৯ বছর পর গ্রেফতার করা হল গোধরা কান্ডের মূল অভিযুক্তকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/02/2021   শেষ আপডেট: 16/02/2021 12:02 p.m.
গোধরায় জ্বলন্ত সবরমতী এক্সপ্রেস ~ Twitter

গোধরায় অধরা অভিযুক্তরা পাকিস্তানে গিয়ে গা ঢাকা দিয়েছেন, অনুমান পুলিশের

২০০২ এর ২৭ শে ফেব্রুয়ারি গোধরায় সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনায় মূল অভিযুক্ত রফিক হোসেন ভাটুক গ্রেফতার হলেন ১৯ বছর পর। গতকালই তাকে গোধরা থেকেই গ্রেফতার করেন গুজরাট পুলিশ। গোধরার ওই ভয়াবহ অগ্নিসংযোগে মারা যান ৫৯ জন করসেবক। পরদিন অর্থাৎ ২৮ শে ফেব্রুয়ারি গোটা রাজ্যজুড়ে হিংসা ছড়ায় এবং হাজারের বেশী মানুষ প্রাণ হারান।

পাঁচমহলের পুলিশ সুপার লীনা পাটিলের মতে, গোধরায় অভিযুক্তদের মধ্যে প্রধান হল এই ধৃত অভিযুক্ত রফিক। রবিবার পুলিশ গোপন সূত্র মারফত জানতে পারে গোধরা রেলস্টেশনেরই কাছে সিগন্যাল ফালিয়াতে আছে রফিক। আর সেখানেই গোপনে অভিযান চালিয়ে বাড়িতে ঢুকে তাকে সহজে পাকড়াও করে পুলিশ। লীনা পাটিল আরও বলেন, ট্রেনে পাথর ছোঁড়া থেকে শুরু করে পেট্রোল ঢালা, এসবের মূল কান্ডারী ছিল এই রফিকই। আগুন লাগায় অবশ্য বাকি অভিযুক্তরা যারা এখনো অধরাই। এখন জিজ্ঞাসাবাদের জন্য গোধরা রেলপুলিশের হাতে তুলে দেওয়া হবে রফিককে। বাকি তিন অভিযুক্ত সেলিম ইব্রাহিম, সৌকত চরখা এবং আবদুল্লা মজিদ ইউসুফে গ্রেফতার করা যায়নি যারা পাকিস্তানে পালিয়েছেন বলেই পুলিশের অনুমান।