ভারতে আছড়ে পড়ল করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ, লকডাউন শুরু হচ্ছে নাগপুরে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/03/2021   শেষ আপডেট: 12/03/2021 2:10 p.m.

পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে নতুন করে করোনাভাইরাস এর প্রভাব

ভারতবর্ষে শুরু হয়ে গেছে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর প্রভাব। ইতিমধ্যেই লকডাউন শুরু হয়ে গিয়েছে দেশের বিভিন্ন জায়গায়। আর এবারে নতুন করে লকডাউন চালু হলো মহারাষ্ট্রের নাগপুরে। আগামী সোমবার থেকে পরপর ৭ দিনের জন্য লকডাউন ঘোষিত হয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি আশঙ্কা করেছেন, পরিস্থিতি যা গতিতে এগোচ্ছে, তাতে সাড়া মহারাষ্ট্র লকডাউন টাকা সম্ভাবনা আর কিছুদিনের মধ্যেই। দেশের অন্যান্য রাজ্যগুলিও খুব একটা পিছিয়ে নেই। কলকাতা থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫০ এর কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন এবং করনাতে মারা গিয়েছেন ২ জন।

করোনা ভাইরাসের টিকা করন শুরু হবার পরে মহারাষ্ট্রের গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৩,৬৫৯ জন। এছাড়াও কেরালা, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং তামিলনাড়ুতে করোনাভাইরাস এর প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সংক্রমনের এই ঊর্ধ্বমুখী ধারা দেখে নতুন করে লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল তামিলনাড়ু। বৃহস্পতিবার করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আর সেই দিনই ঘোষিত হল লকডাউন। তারমধ্যে, আগামী কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে যদি করোনাভাইরাস এর প্রভাব বাড়তে শুরু করে তাহলে নির্বাচন নিয়ে চিন্তায় আছেন রাজনৈতিক দলের নেতারা।