লোকসভার নেতার পদ অধীরকে ছুটি দিল কংগ্রেস, মমতাকে নিয়ে মন্তব্য না পসন্দ কংগ্রেস হাইকমান্ডের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/03/2021   শেষ আপডেট: 12/03/2021 6:03 a.m.
কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছবি সংগৃহীত

অধীরকে পাল্টে আনা হয়েছে লুধিয়ানার সাংসদ রবনীত সিং বিট্টুকে

এবার লোকসভায় কংগ্রেসের নেতার পদ থেকে অধীরকে অব্যাহতি দিলেন জাতীয় কংগ্রেস। তার বদলে কংগ্রেসের সচেতক পদে আনা হয়েছে পাঞ্জাবের লুধিয়ানার সাংসদ রবনিত সিং বিট্টু কে। আপাতত বাজেট অধিবেশন এর দিনগুলিতে অধীরের দায়িত্ব সামলাবেন বিট্টু। কংগ্রেস সূত্রে খবর, এই বাংলার নির্বাচনের দিনে বাংলায় অধীর কে বেশি সময় দিতে হবে। এই জন্যই অধিরকে আপাতত ছুটি দিয়েছে কংগ্রেস। লোকসভার স্পিকারকে এই নিয়ে চিঠি দেওয়া হয়েছিল এবং সেই আবেদন মেনে নেওয়া হয়েছে। একইভাবে ছুটি দেওয়া হয়েছে অসমের সাংসদ গৌরব গগৈকে।

কিন্তু, তার মধ্যেই আরো একটি ঘটনার কারণে কংগ্রেস বেশ কিছুটা দূরত্ব তৈরি করেছে অধীরের সঙ্গে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পরে অধীর বলেছেন, "মমতা আক্রান্ত নন। তিনি শুধুমাত্র নির্বাচনী গিমিক তৈরি করার জন্য এই কাজ কর্ম করছেন।" আর এই মন্তব্যের পরেই সমস্যার সূত্রপাত। অধীরের এই মন্তব্য পছন্দ হয়নি কংগ্রেসের। বৃহস্পতিবার ওই বিষয়ে এআইসিসি-র মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, ‘‘প্রদেশ সভাপতি মমতা সম্পর্কে যা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত মতামত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।" এছাড়াও তিনি ওই মন্তব্যের বিরোধিতা করেছেন বলেও খবর। আর শ্রীণাতের এহেন মন্তব্যের পরেই জল্পনা আরো জোরালো হলো।