ভারতীয় সেনার মুকুটে নতুন পালক, সেনাবাহিনীতে যুক্ত হলো শততম K9 ভাজরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/02/2021   শেষ আপডেট: 18/02/2021 9:30 p.m.
K9 ভাজরা হাউইটজার twitter@adgpi

এই হাউইটজারে অত্যন্ত শক্ত ১৪টি সিস্টেম টেকনোলজি দেশীয় প্রযুক্তির মাধ্যমে রিপ্লেস করা হয়েছে।

ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে বৃহস্পতিবার শুরু করে দিলেন ১০০ তম K9 ভাজরা স্ব চালিত হাউইটজার এর যাত্রা। গুজরাটের হাজিরা কমপ্লেক্সে লারসেন এন্ড টার্বো এই বিশেষ যন্ত্রটি তৈরি করেছে। গত ২০১৭ এর মে মাসে লারসেন এন্ড টার্বো কে দায়িত্ব দেওয়া হয়েছিল ১০০টি হাউইটজার তৈরির। এদিন তারা, ১০০তম হাউইটজার ডেলিভারি দিয়ে তাদের সমস্ত কাজ সম্পন্ন করল।

এই নতুন ১৫৫ মিলিমিটার ৫২ ক্যালিবার এর K9 ভাজরা তৈরি হয়েছে লারসেন এন্ড টার্বো এর টেকনোলজির মাধ্যমে। দক্ষিণ কোরিয়ার ডিফেন্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই হাউইটজার তৈরি করতে। লারসেন এন্ড টার্বো কোম্পানির K9 থান্ডার এর উপরে নির্ভর করে এই K9 ভাজরা তৈরি করা হয়েছে। জানা যাচ্ছে এই হাউইটজারে অত্যন্ত শক্ত ১৪টি সিস্টেম টেকনোলজি দেশীয় প্রযুক্তির মাধ্যমে রিপ্লেস করা হয়েছে।

লারসেন এন্ড টার্বো জানিয়েছে, এই নতুন হাউইটজার তারা ডেলিভার করেছে ৮০% দেশি ওয়ার্ক প্যাকেজ ব্যবহার করে। তার সাথে ৫০% প্রযুক্তির দেশীয় করণ করা হয়েছে। লারসেন এন্ড টার্বো আশা করেছে, ভারতের চারটি রাজ্যের সাপ্লাই চেইন এর মাধ্যমে ১৩,০০০ টি জিনিস তৈরি করা হবে।