কৃষি বিল সংবিধানের নিয়ম অগ্রাহ্য করেছে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/09/2020   শেষ আপডেট: 24/09/2020 8:32 p.m.

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কেরালা সরকার

সংসদের ভিতরে বিরোধীদের ও বাইরে কৃষক সংগঠনগুলির প্রবল আপত্তি অগ্রাহ্য করে কৃষিবিল পাশ করিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার৷ এর প্রতিবাদে ও কৃষিবিল প্রত্যাহারের দাবিতে সংসদ বয়কট করেছেন বিরোধীরা৷ পাঞ্জাব, হরিয়ানা সহ রাজ্যে রাজ্যে চলছে কৃষক বিক্ষোভ৷ আড়াইশোরও বেশি কৃষক সংগঠন একযোগে ২৫ সেপ্ঢেম্বর গ্রামীণ ভারত বনধের ডাক দিয়েছে৷ বিজেপির সমর্থক বহু কৃষকও এমনকি এই বিলের প্রতিবাদে সরব হয়েছেন৷

এই অবস্থায় কেরালা রাজ্য সরকার স্থির করেছে, তারা এই বিলগুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে৷ তাদের মতে, কৃষি সংবিধানের যৌথ তালিকায় রয়েছে৷ তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সাথে আলোচনা না করেই তৈরি করেছে কৃষিবিল৷ এই বিল আইনে পরিণত হলে কৃষকের জীবনে গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী প্রভাব পড়বে৷ তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এমনকি কৃষক সংগঠনগুলির সাথেও এই বিলের খুঁটিনাটি সম্পর্কে আলোচনার প্রয়োজন অনুভব করেনি৷

সরকার যাই বলুক, বিরোধী ও কৃষক সংগঠনগুলির বক্তব্য, কৃষিবিলে সুবিধা পাবে একমাত্র বড় পুঁজির মালিকরা, ন্যায্য দাম না পেয়ে অত্যন্ত ক্ষতির মুখে পড়বে কৃষক৷ গোটা দেশের খাদ্য–সুরক্ষাও বিঘ্ণিত হবে৷ দেশ জুড়ে যখন কৃষিবিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন মানুষ, তখন কেরালা সরকারের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারের কাছে একটি বড় ধাক্কা৷