পাকিস্তানি এজেন্টের মোহজালে ভারতীয় সেনা, তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার সেনা জওয়ান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/03/2021   শেষ আপডেট: 15/03/2021 7:42 p.m.

আকাশ মেহরিয়া নামক জওয়ানকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা

ফের মোহজালের ফাঁদে পড়ে দেশের জাতীয় নিরাপত্তার গোপন তথ্য ফাঁস করল এক ভারতীয় সেনা। জানা গিয়েছে যে খুব সুপরিকল্পিতভাবে পাকিস্তানের আইএসআই চর সুন্দরী মহিলা সেজে ভারতীয় এক সেনা জওয়ানের সাথে সম্পর্ক সৃষ্টি করেছিল। তারপর তাকে মোহজালে ফাঁসিয়ে ভারতীয় সেনার গোপন তথ্য আদায় করে নিয়েছিল ওই পাকিস্তানি চর। দেশের গুরুত্বপূর্ণ তথ্য ও চরবৃত্তি অন্য দেশের হাতে তুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই আকাশ মেহরিয়া নামক জওয়ানকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।

আসলে আকাশ মেহরিয়া রাজস্থানের শিকারের বাসিন্দা। সে ২০১৮ সালে সেনায় যোগদান করেছিলেন। তারপর ২০১৯ সালে তার ট্রেনিং হয়। এরপর প্রথমে তার সিকিমে পোস্টিং হয়। সেখানেই ফেসবুকে তার এক পাকিস্তানি মহিলা এজেন্টের সাথে আলাপ পরিচয় হয়। আসলে নকল প্রোফাইল দিয়ে ওই পাকিস্তানি এজেন্ট আকাশের সাথে যোগাযোগ রেখেছিল। আকাশের সাথে কথা বলতে বলতে ফোনের মাধ্যমে অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যায়। এই ঘটনার তদন্ত করতে নামে রাজস্থান পুলিশের সিআইডি দপ্তর আধিকারিকরা। তারপর আকাশকে দীর্ঘক্ষন জেরা করা হয়। তারপর তাকে গ্রেপ্তারও করেছে রাজস্থান পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার কারণে একাধিকবার অন্যদেশের এজেন্টদের পাতা ফাঁদে পা দেয় ভারতীয় জওয়ানরা। তাই এবার ভারত সরকার সেনা জওয়ানদের স্যোশাল মিডিয়া ব্যবহারে ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আনছে।