বুধবার থেকে ৬ দেশকে টিকা পাঠাবে ভারত, তালিকায় আছে বন্ধু রাষ্ট্র বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/01/2021   শেষ আপডেট: 20/01/2021 2:26 a.m.
-

আপাতত জানা যাচ্ছে, কোভিশিল্ডের ৩ কোটি ডোজের জন্য সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ

কিছুদিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিদেশে টিকা দেওয়ার তাদের কোনো পরিকল্পনা নেই। কিন্তু এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিলেন, আগামীকাল থেকে বিশ্বের বেশ কয়েকটি দেশে টিকা পাঠাতে চলেছে ভারত। জানা গিয়েছে এই প্রক্রিয়াকে তিনি টিকা মৈত্রী হিসেবে নাম দিয়েছেন। নরেন্দ্র মোদী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্যজনিত প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে অংশীদারিত্ব হতে পেরে ভারত অত্যন্ত গর্বিত। আগামীকাল থেকে বিশ্বের বেশ কয়েকটি দেশে ভারতের তৈরি করনা টিকা পাঠানো শুরু হয়ে যাবে। পাশাপাশি, আগামী দিনগুলিতে এই টিকা পাঠানোর কাজ চলতে থাকবে বলেও তিনি জানিয়েছেন।

অপরপক্ষে, কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে," করোনাভাইরাস মহামারী বিরুদ্ধে লড়াই করার জন্য বেশ কয়েকটি বন্ধু দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভারত। ২০ জানুয়ারি থেকে বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, সিসেল এবং মায়ানমারকে টিকা পাঠাবে ভারত। তার সাথে সাথে শ্রীলংকা এবং আফগানিস্তানে আর কিছুদিনের মধ্যে টিকা পাঠাতে চলেছে ভারত সরকার।" তবে এখনো এটা পরিষ্কার হয়নি কোন টিকা পাঠানো হবে অন্য দেশে। ভারতের কাছে রয়েছে দুটি টিকা, সেরাম ইনস্টিটিউটের কোভি শিল্ড এবং ভারত বায়োটেক এর কো ভ্যাকসিন। তবে এটি গোপন সূত্রে জানা গেছে, মালদ্বীপ এবং বাংলাদেশ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার করোনা টিকা পাঠানো হবে। তবে জরুরি ভিত্তিতে আপাতত করোনা যোদ্ধা এবং প্রবীনদের টিকা করনের জন্য ১,০০,০০০ ডোজ কোভি শিল্ড পাঠানো হচ্ছে।