"ভারতের ভিতরেই সমস্যা আছে তিস্তা নিয়ে", ভারত সফরের আগে সাক্ষাৎকারে বললেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/09/2022   শেষ আপডেট: 04/09/2022 6:25 p.m.
facebook.com/narendramodi, wikipedia.org/wiki/Sheikh_Hasina

২০২৬ সালে গঙ্গার জলবন্টন চুক্তি শেষ হ‌ওয়ার কথা

আগামীকাল চারদিনের জন্য ভারত (India) সফরে আসছেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hassina)। তার এবারের সফরের উদ্দেশ্য তিস্তা (Tista) জলবন্টন চুক্তি সফর। সেইমর্মে ঠিক ভারত সফরের আগে একটা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার‌ও দিয়েছেন তিনি। সেখানে তিস্তা চুক্তি নিয়ে মতামত‌ও রেখেছেন নিজের।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, "তিস্তার জলের অভাবে বাংলাদেশে চাষাবাদে সমস্যা হয়। একই কারণে আরও নানা সমস্যার সৃষ্টি হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তা সমস্যা সমাধানে আগ্রহী। কিন্তু ভারতের ভিতরেই এ নিয়ে সমস্যা আছে। এর সমাধান হওয়া উচিত।" ভারত-বাংলাদেশের গঙ্গার জলবন্টন চুক্তি উল্লেখ করে তিনি বলেন, "আমরা শুধু গঙ্গার জল ভাগাভাগি করি। এর জন্য আমরা চুক্তি করেছি। কিন্তু আমাদের আরও ৫৪ টি নদী আছে। হ্যাঁ, তাই এটা একটি দীর্ঘদিনের সমস্যা। তাই এটি সমাধান করা উচিত।"

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৬ সালে গঙ্গার জলবন্টন চুক্তি শেষ হ‌ওয়ার কথা। তারপর ফের প্রাধান্য পাবে চুক্তি। পাশাপাশি কুশিয়ারা, ফেনী, মুন, মুহুরি, খোয়াই, গোমতী, ধরলা, দুধকুমার নদ নিয়েও আলোচনা হ‌ওয়ার কথা। হাসিনা বলেন, "চ্যালেঞ্জ থাকলেও সেগুলো এমন কিছু নয়, যা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান করা যাবে না। আপনি জানেন, আমরা ভাটির দেশ। তাই ভারত থেকে জল আসছে। তাই ভারতের আরও উদারতা দেখাতে হবে। কারণ, এতে উভয় দেশই লাভবান হবে।"

হাসিনা আর‌ও বলেন, "মাঝেমাঝে এই জলের প্রয়োজনে আমাদের জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে তিস্তার কারণে। এর কারণে চাষাবাদে সমস্যা হয়। আরও অনেক সমস্যা তৈরি হয়। তাই আমার মনে হয়, এ সমস্যার সমাধান করা উচিত। আমরা দেখেছি, নরেন্দ্র মোদি এই সমস্যা সমাধানে আগ্রহী। কিন্তু সমস্যাটা ভারতের দেশের ভিতরে। আমার মনে হয়, এর সমাধান হওয়া উচিত।"