সুখবর! ২৬ মাস পর ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন পরিষেবা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/05/2022   শেষ আপডেট: 19/05/2022 11:15 a.m.
https://twitter.com/IndianDiplomacy

করোনা পরিস্থিতির কারণে দু'বছর বন্ধ ছিল ভারত-বাংলাদেশ রেল পরিষেবা, ফের চালুর খবরে খুশি দু'দেশের মানুষ

ভারত-বাংলাদেশ (India-Bangladesh) যাত্রীদের জন্য সুখবর। ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ রেল পরিষেবা। ২ বছর পর ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন। রেলমন্ত্রক সূত্রে খবর, আগামী ২৯ মে থেকে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস চালু হচ্ছে।

কোভিড অতিমারীর জেরে ২ বছরের বেশি সময় বন্ধ ছিল ভারত-বাংলাদেশ রেল পরিষেবা। বর্তমানে দেশে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আর তার ভিত্তিতেই ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন। সূত্রের আরও দাবি, সব ঠিকঠাক থাকলে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেসও চালু হতে পারে।

কোভিড পরিস্থিতির জেরে ২০২০ সালের ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশ রেল পরিষেবা বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলেও চালানো যায়নি রেল পরিষেবা। এবার সেই জট কাটিয়ে যাত্রীবাহী ট্রেন চালানোর প্রস্তাব দুই দেশের তরফে গৃহীত হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো রেল আধিকারিকদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন বলে সূত্রের খবর।