রাজস্থানে সুপ্রিম কোর্টের তৎপরতায় পাশ হল শিশু বিবাহ নথিভুক্তিকরণ বিল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/09/2021   শেষ আপডেট: 18/09/2021 1:33 p.m.
Supreme Court of India By Subhashish Panigrahi - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=84

বিয়ের শংসাপত্র একটি গুরুত্বপূর্ণ নথি : রাজস্থানের পরিষদীয় বিষয়ক মন্ত্রী শান্তি ধারিওয়াল

রাজস্থানে বিল পাশ, এবার থেকে সমস্ত বিবাহকেই নিবন্ধিকরণ করতে হবে সরকারের খাতায়। তাৎপর্যপূর্ণভাবে বাল্য বিবাহকেও তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ওয়াকআউট বিরোধী বিজেপির। শিশু বিবাহ নথিভুক্তিকরণ বিল, কী এই বিল? বিবাহ নথিভুক্তিকরণ (সংশোধনী) বিল ২০২১, এর ফলে কোনও নাবালিকার বিয়ের ৩০ দিনের মধ্যে বিবাহ সংক্রান্ত যাবতীয় তথ্য মা-বাবা বা অভিভাবককে বাধ্যতামূলক ভাবে সরকারের কাছে জমা করতে হবে।

এরপরেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তা হলে কি রাজস্থানের কংগ্রেস সরকার বাল্যবিবাহকে আইনি বৈধতা দেওয়ার পথে হাঁটছে? বিজেপি বিধায়ক অশোক লাহোটি বলেন, 'এই বিল যদি পাশ হয় তবে এটা কালো দিন হিসাবে বিবেচ্য হবে। তবে কি বাল্য বিবাহকে স্বীকৃতি দিচ্ছে বিধানসভা? এই বিল ইতিহাসের কলঙ্কময় অধ্যায়কে সূচিত করবে।' 

তবে সংবাদ সংস্থা এএনআইকে রাজস্থানের পরিষদীয় বিষয়ক মন্ত্রী শান্তি ধারিওয়াল বলেছেন, "বিজেপি বলছে এতে বাল্যবিবাহকে নৈতিক সম্মতি দেওয়া হচ্ছে। কিন্তু সংশোধনীর কোথাও এমন কথা বলা নেই। বিয়ের শংসাপত্র একটি গুরুত্বপূর্ণ নথি। এটা না থাকলে বিধবাদের জন্য সরকারি যে সমস্ত সরকারি প্রকল্প আছে, তার সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয় বহু মানুষকে।"