বেসরকারি সংস্থায় বহুমূল্যে ফসল বেচে বঞ্চনার শিকার কৃষকরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/12/2020   শেষ আপডেট: 31/12/2020 11:56 a.m.

মধ্যপ্রদেশের ঘটনা

কেন্দ্রীয় সরকারের আনা কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কৃষক বিক্ষোভে মূলত আশঙ্কা ছিল বহুজাতিক সংস্থার কাছে কৃষকরা খুব কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হলে আখেরে লোকসান কৃষকদেরই। আর এবার এমনটাই হাতে নাতে ঘটে গেল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের কৃষকদের সাথে। সরকারি মান্ডিতে না করে বেসরকারি সংস্থাকে ফসল বিক্রি করে যে টাকার চেক তারা পান তা অকেজো প্রতিপন্ন হয়, এমনকি সংস্থাটিও ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।

কৃষি আইনের মতোই মধ্যপ্রদেশ সরকার মান্ডি ছাড়াও ফসল কেনার নিয়ম শিথিল করায় এখন মান্ডির লাইসেন্স আদায় করা ব্যবসায়ীরা কৃষিজীবীদের সাথে দাম সংক্রান্ত চুক্তি করতে পারে। এরকমই এক ব্যবসায়িক সংস্থার থেকে ফসল কিনে চাষীরা দেখেন সংস্থাটির লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গেছে এবং কোনো মান্ডির অন্তর্ভুক্তও নয়। এমনকি কৃষকদের ধরিয়ে দেওয়া ৫-৬কোটি টাকার চেকটিও বাউন্স হয়ে গেছে। তাদের অর্থ ফেরতের দাবিসহ ওই সংস্থার সম্পত্তি বাজেয়াপ্তকরণের ডাক দিয়েছেন প্রতারিত ওই ১৫০ জন কৃষক। যদিও সরকারের তরফ থেকে এখনো কোনো সাড়া মেলেনি, তবে এমন ঘটনা চোখের সামনে ঘটায় আরও নড়েচড়ে বসেছেন কৃষিজীবীরা।