মুকেশ আম্বানির বাড়ির সামনে বিষ্ফোরক-বোঝাই গাড়ি! মোড়া হল কড়া নিরাপত্তায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/02/2021   শেষ আপডেট: 26/02/2021 10:37 a.m.
-

কুড়িটি জিলেটিন স্টিক সমেত গাড়িতে পাওয়া গেছে একটি চিঠিও

মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়ি 'অ্যান্টিলা'-র থেকে ৬০০ মিটার দূরত্বের মধ্যেই উদ্ধার হয়েছে একটি পরিত্যক্ত স্করপিও গাড়ি। বিপদ বুঝে তড়িঘড়ি খবর দেওয়া হয় মুম্বাই পুলিশের বম্ব স্কোয়াড ও সন্ত্রাস দমন শাখায়। তল্লাশির পর ওই গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে জিলেটিন স্টিক যা প্রধাণত বিষ্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। এর সাথে পাওয়া গেছে একটি চিঠিও, তবে সেটি কে লিখেছে বা কি লেখা আছে তা জানানো হয়নি। প্রাথমিকভাবে তদন্ত চালিয়ে পুলিশের অনুমান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের একটি এসইউভিয়ের নাম্বার প্লেটের সাথে ওই গাড়ির নাম্বার প্লেটের মিল আছে। তাই ওটিকে ভূয়া হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছে।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ একটি ট্যুইটে জানান শিল্পপতির বাড়ি 'অ্যান্টিলা'-র সামনের ওই স্করপিও গাড়িতে কুড়িটি জিলেটিন স্টিক পাওয়া গেছে এবং মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বাড়ির সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মুম্বাইয়ের গামদেবী থানায় একাধিক ধারায় এফআইআর দাখিল করা হয়েছে।