সিপিএম-বিজেপি সংঘর্ষ, রণক্ষেত্র ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/09/2021   শেষ আপডেট: 08/09/2021 9:09 p.m.
twitter @MukulR_Official

সিপিএমের পার্টি অফিসে আগুন, বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা

সিপিএম-বিজেপি সংঘাতে ত্রিপুরায় জ্বলছে আগুন। দিন কয়েক আগে সিপিএমের সাথে বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিজেপি। এদিন সেই বিক্ষোভ মিছিলকেই কেন্দ্র করে ফের উত্তপ্ত ত্রিপুরা।

সূত্রের খবর, এদিন বিজেপির কর্মীরা আগরতলায় সিপিএমের মূল দুই পার্টি অফিস, ভানু স্মৃতি ভবন এবং দশরথ ভবনে আগুন লাগায়। দাউদাউ করে জ্বলতে থাকে দুই পার্টি অফিস। পাশাপাশি বিশালগড়েও সিপিএম পার্টি অফিসেও হামলা চালায় বিজেপি কর্মীরা। প্রথমে বুলডোজার দিয়ে পার্টি অফিসের গেট ভেঙে দেওয়া হয়।তারপর পার্টি অফিসের ভেতরে ঢুকে দোতলার হলঘরে আগুন লাগায় তারা। এদিন সিপিআইএমের সাধারন সম্পাদক মন্ডলীর সদস্য পার্থপ্রতিম মজুমদারের বাড়িতেও আক্রমণ চালায় বিজেপি। গ্রিলের দরজা অ্যাসিড দিয়ে গলিয়ে বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালায় আক্রমণকারীরা। অভিযোগ, দমকল সেখানে আগুন নেভাতে উপস্থিত হলে, তাঁদেরও ঢুকতে বাধা দেওয়া হয়। পরে পুলিশের হস্তক্ষেপে দমকল আগুন নিয়ন্ত্রণে আনে।

যদিও এর পাল্টা অভিযোগ করছে বিজেপিও। তাদের কথায়, উদয়নপুরে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এমনকি পথচলতি মানুষও রেহাই পায়নি তাদের হাত থেকে। সিপিএমের কার্যালয় থেকে তাঁদের লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ এনেছেন বিজেপি কর্মীরা। পাশাপাশি ধনপুরেও সিপিএমের মিছিল ঘিরে খন্ডযুদ্ধ বাঁধে দুই দলের।

সব মিলিয়ে ত্রিপুরার পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ সময়ের সাথে সাথে শহরের বাইরের গন্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে রাজধানী আগরতলাতেও। এরই মাঝে আগরতলায় সংবাদপত্রের অফিসে হামলার অভিযোগ উঠে আসছে বিজেপির বিরুদ্ধে।