ডাস্টবিনে পড়ে ৫০০ করোনা টিকার ভায়াল, কাঠগড়ায় রাজস্থান সরকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/06/2021   শেষ আপডেট: 01/06/2021 3:22 p.m.

রাজস্থান মোট ১১ লাখের বেশি ভ্যাকসিন ডোজ নষ্ট করেছে

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে দেশজুড়ে করোনা ভাইরাসের (Corona Virus) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। দেশজুড়ে চলছে টিকাকরন প্রক্রিয়া। কিন্তু এত জনসংখ্যার দেশে প্রায় প্রত্যেকটি রাজ্যেই টিকার ঘাটতির খবর সামনে আসছে। এরমধ্যে রাজস্থানের (Rajasthan) এক স্বাস্থ্যকেন্দ্রের সামনে ডাস্টবিন থেকে ৫০০ টি ভ্যাকসিন ভায়াল উদ্ধার হয়েছে যাতে অর্ধেক বা তার থেকে একটু করে কম পরিমাণ বাকি রয়েছে। জানা গিয়েছে, রাজস্থানের বুন্দিতে একটি ভ্যাকসিনেশন সেন্টারের কাছে ভ্যাকসিনসহ বেশ কয়েকটি ভায়াল পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry) রাজস্থানের সরকারকে চিঠি পাঠায়। কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ভবিষ্যতে ভ্যাকসিনের অপচয় কোনভাবে বরদাস্ত করবে না। ইতিমধ্যেই ঘটনা বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজস্থান সরকার।

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বুন্দির স্বাস্থ্যকর্মী শিমলা গোস্বামী জানিয়েছেন, "আমরা একটি ভায়াল থেকে সবচেয়ে বেশি অর্থাৎ ১০-১২ জনকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি। কিন্তু ভায়াল খোলার ৪ ঘন্টার মধ্যে তা ব্যবহার করতে হয়। সেই সময় অতিক্রান্ত হলে ওই ভায়াল থেকে ভ্যাকসিন দেওয়া যায় না।" অন্যদিকে রাজস্থান সরকার দাবি করেছে যে তাদের মাত্র ২ শতাংশ ভায়াল নষ্ট হয়। তবে উল্টো হিসাব দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাদের তরফে জানানো হয়েছে যে ১৬ জানুয়ারি থেকে ১৭ মে পর্যন্ত মোট ১১ লাখ ৫০ হাজার ভ্যাকসিন ডোজ নষ্ট করেছে রাজস্থান। হিসাব অনুযায়ী তারা মোট ভ্যাকসিনের ২৫ শতাংশ নষ্ট করেছে।