দ্রুত টিকাকরণে ব্রিটেন, আমেরিকা‌, ইজরায়েলকে পিছনে ফেলল ভারত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/02/2021   শেষ আপডেট: 04/02/2021 10:38 a.m.

টিকাকরণে কেমন ফলাফল দেশ তথা রাজ্যগুলির? দেখে নিন একনজরে

অন্যান্য অনেক পাশ্চাত্য দেশগুলোর তুলনায় বেশ কিছুটা দেরীতেই শুরু হয়েছে ভারতে টিকাকরণ প্রক্রিয়া। তবে অতি অল্প সময়ের মধ্যেই তাক লাগানো পরিসংখ্যান। মাত্র ১৮ দিনে চল্লিশ লক্ষ স্বাস্থ্যকর্মীর (মোট স্বাস্থ্যকর্মীর ৪৫ শতাংশ) দেহে টিকাপ্রয়োগ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মার্চ এপ্রিলের মধ্যে দেশের তিন কোটি স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেয়ার লক্ষমাত্রা গ্রহণ করে কেন্দ্রীয় সরকার। পুনের সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকাদান চলছে সব রাজ্যেই। গতকাল টিকা পেয়েছেন ২ লক্ষ ৪৮ হাজার ৬৬২ জন।

৪০ লক্ষ টিকা প্রদানে ভারতের যেখানে লেগেছে মাত্র ১৮ দিন, আমেরিকার তাতে লাগে ২০ দিন, ব্রিটেন ও ইজরায়েলে ৩৯ দিন। দেশের মধ্যে স্বাস্থ্যকর্মীদের টিকা প্রাপ্তির শতকরা হিসেবে প্রথম মধ্যপ্রদেশ (৬৯.৪%) , দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান (৬৪.৭%)।‌ হরিয়ানা, কেরালা, গুজরাট প্রভৃতি রাজ্যে ৫০ শতাংশ স্বাস্থ্যকর্মী টিকা পেয়েছেন। আমাদের রাজ্যে ৪১ শতাংশের বেশি এবং কর্ণাটকে ৪০ শতাংশের কিছু বেশি। তুলনায় দিল্লি, তামিলনাড়ু, গোয়া অনেকটাই পিছিয়ে (৩০ শতাংশের নিচে)। টিকাপ্রাপকের সংখ্যার হিসাবে বিচার করলে সর্বাগ্রে রয়েছে উত্তরপ্রদেশ।