'কৃষি বিল সর্বনাশা'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/09/2020   শেষ আপডেট: 20/09/2020 2:58 a.m.

২৫ সেপ্টেম্বর ভারত বনধের ডাক কৃষক সংগঠনগুলির

লোকসভায় তিনটি কৃষি-বিল পাশের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলি।

অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি (এআইকেএসসিসি)-র ডাকে ২৫০ টিরও বেশি চাষি ও খেতমজুর সংগঠন ২৫ সেপ্টেম্বর ভারত বনধের সিদ্ধান্ত নিয়েছে। পাঞ্জাবের ভারতীয় কিষান ইউনিয়নের সাধারণ সম্পাদক জগমোহন সিংহ জানিয়েছেন, এআইকেএসসিসি-র বাইরে থাকা বেশ কয়েকটি সংগঠনও এ দিনের বনধকে সমর্থন করেছেন। তাঁরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কৃষি বিল নিয়ে আপত্তির কারণগুলি জানিয়েছেন শ্রী সিংহ। বলেছেন, এর ফলে চাষির কাছ থেকে ফসল কেনা সরকার সম্পূর্ণ বন্ধ করে দেবে। কৃষি-বাজারগুলি চলে যাবে বৃহৎ বেসরকারি মালিকদের দখলে। দাম না পেয়ে মরবে চাষি। সমস্ত রকম দানাশস্য, ডাল, তৈলবীজ, পেঁয়াজ ও আলুর মতো খাদ্যপণ্যগুলির দামের ওপরেও সরকারের কোনওরকম নিয়ন্ত্রণ থাকবে না। এর প্রতিবাদে পাঞ্জাবের কিষান মজদুর সংঘর্ষ সমিতি ২৪ সেপ্টেম্বর থেকে রেল রোকো কর্মসূচি নিয়েছে। হরিয়ানার চাষি-খেতমজুর সংগঠনগুলি ২০ সেপ্টেম্বর সর্বনাশা কৃষি বিলের প্রতিবাদে রাজ্যের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করবে বলে জানিয়েছে।