স্কুল খুলতেই বিপত্তি: করোনা আক্রান্ত প্রায় ১৫০০ শিক্ষক শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/11/2020   শেষ আপডেট: 07/11/2020 5:33 a.m.
করোনা @martinsanchez

আক্রান্ত সংখ্যা নিয়ে চিন্তা না করে স্কুল কলেজ খুলে রাখার ভাবনা সরকারের

আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষার সুযোগ পাচ্ছে না। সেই ভাবনা থেকেই ২ নভেম্বরের পর স্কুল কলেজের দরজা খুলে দেয় অন্ধ্রপ্রদেশ সরকার। কিন্তু দিন যতো বাড়ছে আতঙ্ক বাড়ছে শিক্ষার্থী- অভিভাবক সকলের মধ্যেই। কারণ এই কদিনের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৫ জন শিক্ষার্থী এবং ৮২৯ জন শিক্ষক।

এই বাড়তে থাকা সংক্রমণ নিয়ে মোটেই ভাবিত নয় অন্ধ্রপ্রদেশ সরকার। তাঁরা মনে করছেন স্কুলে উপস্থিত ছাত্রছাত্রী এবং শিক্ষকের মোট সংখ্যার তুলনায় আক্রান্তের সংখ্যাটা নগণ্য। এখন মূলত নবম ও দশম শ্রেণীর পঠনপাঠন চলছে সেখানের স্কুলে। রেকর্ড অনুযায়ী প্রায় চার লক্ষ শিক্ষার্থী এবং ১ লক্ষ শিক্ষক অংশগ্রহণ করছেন কোভিড পরবর্তী শিক্ষা ব্যবস্থায়।

প্রসঙ্গত উল্লেখ্য, ওই রাজ্যে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর পঠনপাঠন শুরু হবে ২৩ নভেম্বর। এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস চালু হবে ১৪ ডিসেম্বর থেকে।