নির্মলার বাজেটের কামালে রেকর্ড সূচক স্পর্শ করল সেনসেক্স, আজ বৃদ্ধি ৪১৭ পয়েন্ট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/02/2021   শেষ আপডেট: 05/02/2021 3:59 p.m.
সেনসেক্স @pixabey

বাজার খোলার আধঘণ্টার মধ্যে শেয়ার সূচক ৫১ হাজারের গণ্ডি স্পর্শ করে

১ লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বছরের বাজেট অধিবেশন করেছিলেন। এবারের বাজেটে ছিল না তেমন কোনো বড় বাজেটের ঘোষণা বা বড় বিনিয়োগের কথা। তবে অর্থমন্ত্রী জানিয়েছিলেন এবারে পরিকাঠামো খাতে বিপুল অর্থ ব্যয় করা হবে যার ফলে দেশের অর্থনীতিতে সুদূর প্রসারী প্রভাব পড়বে। এবার আজ তার কথা কিছুটা হলেও সত্যি মনে হল যখন শেয়ার বাজারে তরতর করে সূচক উঠলো। আজকের সেনসেক্স রীতিমতো ঐতিহাসিক উচ্চতায়। আজ অর্থাৎ শুক্রবার বাজার খুঁজতেই বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৪১৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫১ হাজার এর গণ্ডি ছুঁয়েছে যা ইতিহাসে প্রথম। বাজার খোলার আধ ঘণ্টার মধ্যে সূচক গিয়ে দাঁড়ায় ৫১ হাজার ৩১ পয়েন্টে। সেই সাথে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটিও ১৫ হাজারের ওপর পৌঁছে গিয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই সূচকের উন্নতি চোখে পড়ছিল। আগে গত মাসে প্রথমবার ৫০ হাজারের গণ্ডি ছুঁয়েছিল সেনসেক্স। তখন মূলত করোনার টিকাকরন শুরু হয়েছিল। তবে এবারের সূচকে উন্নতি অব্যাহত রাখল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট। গতবছরে যখন লকডাউন চলছিল তখন এই শেয়ার বাজারে ধ্বস নেমেছিল। শেয়ার সূচক নেমে দাঁড়িয়েছিল ২৫ হাজারের কোঠায়। কিন্তু তারপর কিছু মাসের মধ্যেই সেনসেক্সের এমন উন্নতি সুসময়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।