শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হবে তরল অক্সিজেন, বড় ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/04/2021   শেষ আপডেট: 25/04/2021 10:15 p.m.

করোনা সঙ্কটে দেশকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের

দেশজুড়ে করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়েছে। প্রত্যেকদিন প্রায় ৩ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বর্তমানে। এবারে অক্সিজেনের অভাব মেটানোর জন্য একটি বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। চিকিৎসা ক্ষেত্রে ছাড়া আর কোন জায়গাতে এখন তরল অক্সিজেন ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অক্সিজেনের সংকট অনেকটাই মিলবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

শিল্পক্ষেত্রে কোনভাবেই তরল অক্সিজেন ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এর ফলে দেশের উৎপাদন ক্ষেত্রে কিন্তু বড়সড় ধাক্কা খেতে পারে কেন্দ্রীয় সরকার। বহু নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর টান পড়ার সম্ভাবনা রয়েছে। শিল্পক্ষেত্রে অক্সিজেন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র গত ২২ এপ্রিল থেকেই। ওষুধ শিল্প, তেল, স্টীল, খাদ্য শুদ্ধিকরণ, জাতীয় নয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্র ছাড়া বাকিগুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে এবারে অক্সিজেনের চাহিদা সম্পূর্ণ করার জন্য সমস্ত শিল্পক্ষেত্রেই তরল অক্সিজেন ব্যবহার নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। রবিবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি দিয়ে এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি উৎপাদনকারী সংস্থাগুলিকে জানানো হয়েছে যেন, তারা পূর্ণ শক্তি দিয়ে তরল অক্সিজেন তৈরি করে সরকারকে সাহায্য করে করোনা ভাইরাসের সঙ্গে লড়ার জন্য।