আন্দোলনরত কৃষকদের পাশে শ্রমজীবী হাসপাতাল
আম্বানি–আদানিদের পণ্য বয়কটের সিদ্ধান্ত
কেন্দ্র সরকারের নতুন আইনগুলি নিয়ে ব্যাপক তোলপাড় চলছে দেশ জুড়ে৷ বিশেষ করে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে দিনের পর দিন লাখো কৃষকের অবস্থান ঘিরে দেশ এখন উত্তাল৷ ইতিমধ্যে দু–দুটি ধর্মঘট হয়ে গেছে৷ এই পরিস্থিতিতে হুগলির শ্রীরামপুর ও হাওড়ার বেলুড়ের দুটি শ্রমজীবী হাসপাতাল সিদ্ধান্ত নিয়েছে, তারা আম্বানি ও আদানি গোষ্ঠীর পণ্য বয়কট করবে৷ কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতেই তাদের এই সিদ্ধান্ত, বলে জানা গেছে৷
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, মুষ্টিমেয় কয়েকটি কর্পোরেট গোষ্ঠীকে সুবিধা দিতেই কেন্দ্র সরকার নতুন কৃষি আইন এনেছে৷ তাঁরা মনে করেন, এই আইনে শুধু চাষিরাই নন, অসুবিধায় পড়বেন দেশের সমস্ত সাধারণ মানুষই৷ রবিবার বালিতে এ সংক্রান্ত একটি আলোচনাসভা হয়৷ সেখানে বক্তারা এই আইনের ক্ষতির দিকগুলি তুলে ধরেন৷ বলেন, এরপর থেকে সরকার–নির্দিষ্ট ক্রয়মূল্য থাকবে না৷ বহুজাতিক সংস্থার বেঁধে দেওয়া দামেই ফসল বেচতে বাধ্য হবেন চাষি৷ অবাধ মজুতদারি হবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের৷ ফলে সেসবের দাম হবে আকাশছোঁয়া৷ ব্যাপক অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ৷ হাসপাতালের সহ–সম্পাদক গৌতম সরকার বলেন, সব কিছুর দাম যদি বাড়ে, তাহলে হাসপাতাল চালানোর খরচও বেড়ে যাবে৷ সেই খরচ মেটাতে হবে চিকিৎসা করাতে আসা খেটে–খাওয়া মানুষের কাছ থেকেই৷
এই অবস্থায় নতুন কৃষি আইনের প্রতিবাদে সামিল হয়ে, এই আইনের ফলে সুবিধা পাবেন যে আম্বানি–আদানিদের মতো কর্পোরেট গোষ্ঠীগুলি, তাদের পণ্য বয়কটের ডাক দিয়েছেন তাঁরা৷