ইতিমধ্যেই গোটা বিশ্বকে এক ছাদের তলায় নিয়ে চলে এসেছে বিশ্বের সবথেকে বড় টেকনোলজি সংস্থা গুগল। যেকোনো তথ্য, থেকে শুরু করে যেকোনো ছবি এবং যেকোন কিছুর ব্যাপারে জানা, সবকিছুই এই গুগলের মাধ্যমে করা সম্ভব। এর মাধ্যমে খুব সহজে জানতে পারা যায় কোথায় কি চলছে, বিশ্ব কিভাবে চলছে না চলছে। তবে এতদিন পর্যন্ত মেইল করা যেতে পারতো, মেসেজ করা যেতে পারত, এমনকি ভিডিও চ্যাটিং করা যেতে পারত গুগলের মাধ্যমে। কিন্তু ছিলনা কলিং করার সুবিধা। তবে পুজোর সময় নতুন সারপ্রাইজ নিয়ে হাজির গুগল। এবার থেকে গুগলের মাধ্যমে জিমেইল ব্যবহার করে আপনারা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা ভিওআইপির সুবিধা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনারা হোয়াটসঅ্যাপের মতো ইন্টারনেট ব্যবহার করে কল করতে পারবেন।
এই পরিষেবার মাধ্যমে আপনারা গুগল মিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে একে অপরকে ভয়েস কল করতে পারবেন। আপনারা যে রকম ভাবে হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ব্যবহার করে ভয়েস কল করে থাকেন, ঠিক সেই রকম ব্যবস্থা এবারে আসতে চলেছে জিমেইলে। এতদিন পর্যন্ত জিমেইল অ্যাপ্লিকেশনে কোনরকম ভিওআইপি ভয়েস কলিং সুবিধা ছিল না। ফলে এই কলিং ব্যবস্থা সংযুক্তিকরণ এর মাধ্যমে জিমেইল ব্যবহারকারীদের যে সুবিধা হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এর ফলে জিমেইলে জনপ্রিয়তা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। তবে এখনই গুগল মিটে এই সুবিধা আপনি ব্যবহার করতে পারবেন না। তবে সব থেকে বড় সুবিধাটি হল, এই ভিওআইপি কলিং ব্যবস্থা ব্যবহার করার জন্য আলাদাভাবে কোন গুগল মিট লিংক তৈরী করতে হবে না, আপনি সরাসরি সেই ব্যক্তিকে কল করতে পারবেন।
তার পাশাপাশি বিজনেস মেসেজিং অ্যাপ স্ন্যাকের মতো একটি অ্যাপ্লিকেশন বাজারে লঞ্চ করতে চলেছে গুগল। এই অ্যাপ্লিকেশনের নাম দেওয়া হয়েছে স্পেসেস। গ্রুপ চ্যাট এর মাধ্যমে একে অপরের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। এর আগেও ওয়ার্কস্পেস অ্যাপ্লিকেশনের বিভিন্ন বৈশিষ্ট্য জিমেইলে সংযুক্ত করা হয়েছে। তারপরে এবারে বাজারে আসতে চলেছে জিমেইলের স্পেসেস। জানিয়ে রাখা ভাল, গুগল মিটের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি করার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে গুগল কর্তৃপক্ষ। এর জন্য কম্পানিয়ন মোড নামে একটি নতুন ফিচার আনতে চলেছে গুগল। তার পাশাপাশি আরও কিছু নতুন এবং বৈচিত্র্যময় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে গুগল। তারা জানিয়েছে, মিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবারে আপনারা যেকোন ভাষাকে সরাসরি অনুবাদ করতে পারবেন। তবে আপাতত এই ফিচারটি ইংরেজি থেকে ফরাসি, জার্মান, স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায় রূপান্তরিত করার সুবিধা দিচ্ছে। পরবর্তীকালে নতুন আপডেটের মাধ্যমে এই তালিকায় বাংলা যুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে।