২২ সেপ্টেম্বর, ২০২৩
লাইফস্টাইল

কিভাবে খুব সহজে WhatsApp এর মাধ্যমে উইশ করবেন নিজের ভালোবাসার মানুষকে, দেখুন টিপস

প্রেমের গান হলো সবথেকে ভালো রাস্তা এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য।
Valentine's day whatsapp Bengali News
ভ্যালেন্টাইন্স ডে হোয়াটসঅ্যাপ @pexels
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৩

১৪ ফেব্রুয়ারি দিনটি হলো ভালোবাসার দিন। এদিনের পিছনে একটি বিশাল বড় ইতিহাস জড়িয়ে রয়েছে। অত্যাচারী রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস এবং খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন এই ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। ২৪৭ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট ক্লডিয়াস রোমানবাসীকে ১২ জন দেব দেবীর আরাধনা করার নির্দেশ দিয়েছিলেন। সেই সময়ে খ্রিস্টধর্ম প্রচার এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন মনেপ্রাণে খ্রিস্টান ছিলেন। মৃত্যুভয়তে পিছুপা না হয়ে তিনি খ্রিস্ট ধর্ম পালন করতে গিয়েছিলেন।

তার ফলপ্রসূ, সম্রাট ক্লডিয়াস তাকে কারাগারে বন্দি করলেন। কিন্তু সেই কারাগারেই তিনি খুঁজে পেলেন তার জীবনের পরবর্তী রসদ। সেখানকার কারারক্ষী সেন্ট ভ্যালেন্টাইনের ব্যবহারে অত্যন্ত মুগ্ধ হন এবং তার মেয়ের পড়াশোনার ভার নেওয়ার আর্জি জানান। কারারক্ষীর মেয়ে জুলিয়া ছিলেন অন্ধ, তার একটাই আশা ছিল যেন তিনি পৃথিবী দেখতে পান। অবশেষে জুলিয়ার এই ইচ্ছেপূরণ হল। কিন্তু ১৪ ফেব্রুয়ারি স্থির করা হলো ভ্যালেন্টাইন এর ফাঁসির দিন। ১৩ ফেব্রুয়ারি জুলিয়াকে তিনি একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি শেষে লিখলেন , "ফ্রম ইওর ভ্যালেন্টাইন।" তারপর থেকেই ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করা শুরু হয়।

এই ভ্যালেন্টাইন ডে তে আপনিও আপনার ভালোবাসার মানুষের জন্য কিছু আকর্ষণীয় কোট লিখে তার দিনটি মধুময় করে দিতে পারেন। ' পাগলী তোর সাথে বন্য জীবন কাটাব ', কিংবা ' আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো ', অথবা ' হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি শুধু তোমারই জন্যে ' থেকে শুরু করে আরো অনেক গান আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য ডেডিকেট করতে পারেন। আগামী দিনটি হলো এই প্রেম সপ্তাহের শেষ দিন। Whatsapp জাতীয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনারা উইশ করতে পারেন এই দিনে।

ভালো একবার বেসেছি যখন, ছাড়বোনা আর হাল, আমি তোমার পাশেই আছি থাকবো চিরকাল। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে

আমার জীবনের সবটুকু পাওয়া শুধু তোমার থেকেই, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

তুমি আমার পাশে থাকলে আমি আর বাকি পৃথিবী নিয়ে চিন্তা করি না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

প্রেমের গান হলো সবথেকে ভালো রাস্তা এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। কবির সুমনের ' এক কাপ চায়ে আমি তোমাকে চাই ', অরিজিৎ সিং এর ' তোমাকে চাই ', সমান্তরাল ছবির অরিজিৎ সিং এর গাওয়া ' তুই ছুঁলি যখন ', একান্ত আপন ছবির ' তোমারই চলার পথে ', অরিজিৎ সিং এর ' ও পিয়া রে পিয়া ' এই জাতীয় গান আপনি ডেডিকেট করতে পারেন।

ভালোবাসা তখনই হয় যখন নিজের থেকে ভালোবাসার মানুষের সুখ গুরুত্বপূর্ণ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

একদিন দুজন হাঁটবো আবার উড়বে তোমার চুল, একদিন শূন্য বাতাস ছুয়ে যাবে কৃষ্ণচূড়ার ফুল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

তোমার সাথে শুধু একদিন না, প্রত্যেকটি দিন ভ্যালেন্টাইন্স ডে।

আর এই যুগে Whatsapp ব্যবহার করেন প্রায় সকলেই। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্টিকার পাঠিয়েও আপনি এই দিন স্মরণীয় করতে পারবেন। এই ধরনের স্টিকার ডাউনলোড করা অত্যন্ত সোজা। আপনাকে শুধুমাত্র নামাতে হবে একটি অন্য থার্ড পার্টি এপ্লিকেশন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন হোয়াটসঅ্যাপ স্টিকার অ্যাপ্লিকেশন ফর ভ্যালেন্টাইনস ডে। আপনার কাছে বেশ কয়েকটি স্টিকার অ্যাপ্লিকেশন চলে আসবে। এরমধ্যে, যেটা আপনার পছন্দ হয় সেটা ডাউনলোড করে নিন।

এবার সেই স্টিকার প্যাক খুলে + আইকনে ট্যাপ করুন। এবার যে কয়েকটি স্টিকার আপনার পছন্দ সেগুলি + আইকনে ট্যাপ করে হোয়াটসঅ্যাপ এর সঙ্গে যুক্ত করে নিন। আপনার হোয়াটসঅ্যাপে ওই স্টিকার গুলি চলে আসবে। এরপর আপনি ওই স্টিকার ব্যবহার করতে পারবেন আপনার প্রিয় মানুষকে উইশ করার জন্য।

এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোডার অ্যাপ্লিকেশন। ইউটিউবে আপনারা বেশ অনেক গুলি স্ট্যাটাস পেয়ে যাবেন যা আপনি আপলোড করতে পারবেন। সাধারণ যে কোন ইউটিউব ডাউনলোডার থেকে এই স্ট্যাটাস আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও শেয়ার চ্যাট এর মত অ্যাপ্লিকেশনে আপনাকে বেশ কিছু বাংলা কোট দিতে পারবে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন উইশ করার জন্য।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৫ আগস্ট

গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্যই এই পদক্ষেপ হোয়াটসঅ্যাপ সংস্থার

WhatsApp
৩০ মে

ফাইবার থেকে উচ্চমানের ভিটামিন, মানবদেহে যেকোনও রকম চাহিদা পূরণ করে পাকা আম

Mango red
২৬ জানুয়ারি

এই বছর উদযাপিত হবে ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস

Republic day parade
২৩ নভেম্বর

দই থেকে ডিম, সুষম খাদ্যই হোক নারীর গর্ভাবস্থার সঙ্গী

Milk un
১৮ অক্টোবর

পুরাণ থেকে বর্তমান, ব্যবহারিক প্রয়োগে তুলসীর স্থান অদ্বিতীয়

Tulsi plant
৭ অক্টোবর

রুক্ষ, শুষ্ক চুলের যত্ন কিভাবে নেবেন, পরামর্শ পান 'পিকু' দীপিকা পাডুকোনের থেকে

Deepika Padukone
১২ আগস্ট

২০২৩ সাল থেকে বিশ্বব্যাপী পাউডার বিক্রি বন্ধ করে দেবে 'জনসন অ্যান্ড জনসন'

Johnson and Johnson baby powder
১৪ জুন

গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য হোয়াটসঅ্যাপ পে নানা ধরনের অফার নিয়ে আসছে ভারতের ব্যবহারকারীদের কাছে

WhatsApp
৭ জুন

খেতে তেঁতো হলেও, উপকারের জন্য হতে পারে আপনার কাছের বন্ধু, জেনে নিন করলার গুণাগুণ

Saurav ucche