৩০ সেপ্টেম্বর, ২০২৩
লাইফস্টাইল

চা পানে নেই মানা? জেনে বুঝে বিপদের মুখে ফেলছেন নিজেকেই

অতিরিক্ত চা পান করার অভ্যাস বদলান, জানুন পুষ্টিবিদদের মতামত
Tea Bengali News
instagram.com/odiafoodjournal,/cozitzfood
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৩

দিনে একবার আর সন্ধ্যায় একবার চা পান করার অভ্যাস আছে একশোর মধ্যে সত্তর শতাংশ মানুষের। তবে এই সত্তর শতাংশের মধ্যে তিরিশ শতাংশ মানুষ আবার দিনে, দুপুরে, সন্ধ্যা, রাত এমনকি মধ্যরাতেও যখন খুশি তখনই চা পান করতে পারেন। কারণ তাদের কাছে 'চা মানেই EMOTION', 'চা মানে LOBH'।

আমাদের পেট ব্যাথা হয় বা হজমের সমস্যা, বাঙালিরা প্রায়শই বলে, 'একটু গরম গরম লিকার চা খা'। আবার মেদ জমলে, পেট লুকোনোর বদলে শরীরচর্চার পাশাপাশি অভ্যাস করুন গ্রীন টি। এমনটা বলেন, স্বয়ং বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

সে যাই হোক, আপনিও কী এই তিরিশ শতাংশের মধ্যেই পড়েন? আর তা নিয়ে বেশ গর্ববোধও করছেন? তাহলে জেনে রাখুন, আপনার এই খামখেয়ালিপনা অজান্তেই বড় ক্ষতি করছে আপনার শরীরে।

আপনার ধারনাও নেই অতিরিক্ত চা পানে কতক্ষতি হতে পারে। কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ এমনকি প্রস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারের ঝুঁকিও বহুগুণ বেড়ে যেতে পারে অতিরিক্ত চা পানে।

দেখে নিন অতিরিক্ত চা পানে কতটা ক্ষতি হতে পারে আপনার শরীরে

  • রাত ৮টার পর চা না পান করার পরামর্শ দেন চিকিৎসকরা। এতে আর কিছুই নয়, আপনার রাতের ঘুমে ব্যঘাত ঘটতে পারে। এক্ষেত্রে আপনি রাতে না ঘুমিয়ে জেগে থাকতে চাইলে এই নিয়মটি আপার জন্য প্রযোজ্য নয়।
  • চায়ে থাকা থিওফাইলিন নামের রসায়নিক, পরিপাকের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দান করে।কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে। বদহজমও হতে পারে। 

  • অনেক ডাক্তারই গর্ভাবস্থায় চা বা কফি বেশি না পান করার পরামর্শ দিয়ে থাকেন। এতে চায়ে থাকা ক্যাফেইন গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকারক হিসেবে ধরা হয়।

  • হার্টের সমস্যা থাকলে যতটা সম্ভব কম চা খাওয়াই ভালো।

  • চায়ের মধ্যে থাকা ক্যাফেইন একদিকে যেমন চাঙ্গা করে তোলে, তেমনই অতিরিক্ত চা খেলে বাড়ে উৎকণ্ঠা, উদ্বেগ আর শারীরিক অস্থিরতা।

এই সমস্ত কিছুই মাত্রাতিরিক্ত চা পানকারীদের জন্য। তবে আপনি যদি রোজ ২-৩ বারের বেশি চা পান না করেন, তবে এসমস্ত ক্ষতিকর ঝুঁকি থেকে নিজেকে এড়াতে পারবেন সহজে। তবে এর সঙ্গেই মনে রাখবেন, খালি পেটে চা যাকে আমরা Bed Tea বলি, তা আমাদের দাঁতে ক্ষতিকর প্রভাব ফেলে। এছাড়াও সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুধ চা পান করলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। দুধ চায়ের মতো ব্ল্যাক টি-ও খালি পেটে ক্ষতিকর প্রভাব পেলে শরীরে।

পুষ্টিবিদদের মতে, চায়ের অনেক উপকারী গুণাগুণ রয়েছে। তাঁদের মতে, ব্ল্যাক টি বা চিনি এবং দুধ ছাড়া চা স্বাস্থ্যের জন্য উপকারী। ব্ল্যাক টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। কিন্তু খালি পেটে চা তা একেবারেই স্বাস্থ্যকর নয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৯ সেপ্টেম্বর

প্রিয়জনের 'সওগাত'-এ থাকুক, সুগন্ধী থেকে স্মার্ট ওয়াচের মত প্রয়োজনীয় সামগ্রী

market bangles street shop foot path
৩০ মে

ফাইবার থেকে উচ্চমানের ভিটামিন, মানবদেহে যেকোনও রকম চাহিদা পূরণ করে পাকা আম

Mango red
২৬ জানুয়ারি

এই বছর উদযাপিত হবে ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস

Republic day parade
২৩ নভেম্বর

দই থেকে ডিম, সুষম খাদ্যই হোক নারীর গর্ভাবস্থার সঙ্গী

Milk un
১৮ অক্টোবর

পুরাণ থেকে বর্তমান, ব্যবহারিক প্রয়োগে তুলসীর স্থান অদ্বিতীয়

Tulsi plant
৭ অক্টোবর

রুক্ষ, শুষ্ক চুলের যত্ন কিভাবে নেবেন, পরামর্শ পান 'পিকু' দীপিকা পাডুকোনের থেকে

Deepika Padukone
১৭ আগস্ট

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহতে উত্তরবঙ্গে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhisek Banerjee new
১২ আগস্ট

২০২৩ সাল থেকে বিশ্বব্যাপী পাউডার বিক্রি বন্ধ করে দেবে 'জনসন অ্যান্ড জনসন'

Johnson and Johnson baby powder
৭ জুন

খেতে তেঁতো হলেও, উপকারের জন্য হতে পারে আপনার কাছের বন্ধু, জেনে নিন করলার গুণাগুণ

Saurav ucche
৭ জুন

সুস্থ জীবন চালনা করতে গেলে, গঠন করতে হবে নির্দিষ্ট দৈনন্দিন তালিকা

Vegetables