সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে (Social Media) একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। দেখা গেছে, একজন ব্যক্তি দিল্লির (Delhi) একটি হোটেলে গেছেন। কিন্তু জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) নাগরিক হওয়ার কারণে তাঁকে হোটেল বুকিং করতে দেওয়া হয়নি। সেই হোটেলের রিসেপশনে বসে থাকা একজন মহিলা জনৈক কাশ্মীরী ব্যক্তিকে হোটেল বুকিং করতে দেননি। বৈধ আধার কার্ড, পাসপোর্ট-সহ যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁর হোটেল বুকিং সম্ভব হয়নি। গোটা ঘটনায় ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে। অনেকেই বলছেন, এটি আবার 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) সিনেমার সাইড এফেক্ট নয় তো!
ঠিক কী ঘটেছিল সেদিন? ১ মিনিট ৫১ সেকেন্ডের সেই ভিডিও-তে (যদিও পরিদর্শক সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি) দেখা যাচ্ছে, একটি হোটেলের সামনে বসে আছেন একজন মহিলা। সম্ভবত তিনি সেই হোটেলের রিসেপশনিস্ট। একজন ব্যক্তি দিল্লির সেই হোটেলে বুকিংয়ের জন্য আসেন। তাঁর পরিচয় জানতে চাওয়া হয়। তখন তিনি জম্মু-কাশ্মীরের বাসিন্দা বলে পরিচয় দেন। পাশাপাশি আধার কার্ড, পাসপোর্ট-সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাবেন বলেন। তারপরও তাঁকে হোটেল বুকিং করতে দেওয়া হয়নি। কারণ জিজ্ঞাসা করলে সেই জনৈকা মহিলা কাউকে একটা ফোন করেন, তারপর স্পষ্ট বলেন পুলিশের নির্দেশ আছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে দিল্লি পুলিশের (Delhi Police) তরফে এক টুইট বার্তায় বলা হয়েছে, দিল্লি পুলিশের তরফে এমন কোন নির্দেশিকা দেওয়া হয়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-তে যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন। দিল্লি পুলিশের তরফে এমন কোন কথা বলা হয়নি। জনৈক ব্যক্তি একই ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন। যেখানে তিনি অভিযোগ করেছেন, এরপরেই তিনি দিল্লির অন্য একটি হোটেলে গিয়ে রাত কাটান। গোটা ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই বলছেন, 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার জন্য সমাজের মধ্যে এমন বার্তা পৌঁছাচ্ছে না তো?