করোনাক্রান্ত বাদুড় কামড়েছিল চীনা বিজ্ঞানীকে! তথ্য ফাঁস হতেই বিশ্বজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/01/2021   শেষ আপডেট: 18/01/2021 9:54 a.m.
~pixabay

বাদুড়ই করোনার উৎপত্তিস্থল দাবি করে আগেও‌ অভিযোগ হেনেছে বহু দেশ। এবার কি সেই জল্পনাই উস্কে দিলেন উহানের বিজ্ঞানী?

তবে কি বাদুড়েই বিপত্তি? খাদ্যাভ্যাস ও বিশেষত বাদুড়ের দিকে অভিযোগ করে চীনকে আগেও কাঠগড়ায় দাঁড় করায় বহু দেশ। আর এবার পরীক্ষার নমুনা সংগ্রহের সময় বাদুড়ের কামড় খেয়েছিলেন বলে স্বীকার করলেন উহানের এক বিজ্ঞানী। আর তাই নিয়েই এবার চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে।

উহানের ওই বিজ্ঞানী জানান ল্যাবরেটরি থেকে কিছুটা দূরে একটি গুহায় প্রবেশ করেছিলেন বাদুড়ের নমুনা সংগ্রহের তাগিদে। আর সেখানেই একটি বাদুড় তাকে কামড়ায়। ওই বাদুড়ের দেহেই করোনার জীবাণু ছিল যা পরীক্ষায় ধরা পড়ে। প্রকাশ্যে ওই বিজ্ঞানী জানান নমুনা সংগ্রহের সময় তার হাতে গ্লাভস পরা থাকলেও ওই বাদুড়ের কামড়ে ছুঁচ ফোটার মত অনুভূতি হয়েছিল। তবে প্রথম কোন ব্যক্তি কীভাবে করোনাক্রান্ত হন তা কখনোই জানা যায়নি ও যাবেনা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে চীন‌ সরকারের তথ্য লুকোচুরির খেলায় আবারো একবার পর্দা ফাঁস হল বিজ্ঞানীর স্বীকারোক্তিতে। বিশ্বের দরবারে আরো একবার লজ্জিত হল জিনপিংয়ের দেশ।