'রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করলে ফল ভাল হবে না' চিনকে হুঁশিয়ারি আমেরিকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/03/2022   শেষ আপডেট: 15/03/2022 9 a.m.
-

'ভিত্তিহীন অভিযোগ' বলে গোটা বিষয়টি কার্যত অস্বীকার করল চিন

রাশিয়াকে (Russia) অস্ত্র দিয়ে সাহায্য করলে এর ফল ভাল হবে না, এবার চিনের (China) বিরুদ্ধে এমনই হুঁশিয়ারি দিল আমেরিকা (America)। যদিও চিনের দাবি গোটাটাই 'ভুয়ো' খবর, এমন ঘটনা ঘটেই নি।

উল্লেখ্য, সোমবার একটি খবর দ্রুত ছড়িয়ে যে ইউক্রেনকে (Ukraine) খতম করতে রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করছে চিন। খবর প্রকাশ্যে আসতেই রীতিমতোই শোরগোল পড়ে যায়। এর প্রেক্ষিতেই সোমবার রোমে দুই দেশের বিদেশ মন্ত্রকের দুই প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সাল্লিভান চিনকে রীতিমতো হুঁশিয়ারি দেন। জানানো হয় রাশিয়া-ইউক্রেন সংকটের মধ্যে চিন যদি রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করে, তাহলে এর পরিণতি ভয়াবহ। যদিও চিনের বিদেশ মন্ত্রকের একজন প্রতিনিধি বিষয়টি অস্বীকার করেছেন।

এদিকে চিন দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিহীন দাবি করছে। চিন এমন কোন কাজ করেই নি। দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তেই আসরে নামে রাশিয়া। এদিন রাশিয়ার একজন প্রতিনিধি দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার নিজের ক্ষমতা আছে এই পরিস্থিতি সামলানোর। গোটা বিষয়টি পরিকল্পনামাফিক চলছে। সময় এলে সবকিছুর উদঘাটন হবেই।

২০ দিনের বেশি অতিক্রান্ত হলেও রাশিয়া-ইউক্রেন সংকট অব্যাহত। বেশ কয়েকবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে, কিন্তু কোন সমাধানসূত্র বেরোয়নি। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, এই যুদ্ধে ইউক্রেনের অন্তত ৬৩৬ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। যার মধ্যে অন্তত ৪৬ জন শিশুও আছে। বারবার দুই দেশের মধ্যে সমঝোতার পরিবেশ তৈরি হলেও কমেনি সংকট। দিন দিন ক্রমশ বাড়ছে নতুন সংকটের সম্ভাবনা।