গুগলের বিরুদ্ধে মামলা মার্কিন বিচার–বিভাগের

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 22/10/2020   শেষ আপডেট: 22/10/2020 2:39 p.m.
গুগল এলএলসি

অভিযোগ ক্ষমতা অপপ্রয়োগের

ওয়াশিংটনের আদালতে সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমেরিকার বিচার বিভাগ৷ একচেটিয়া কারবার চালিয়ে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছে গুগল– এই অভিযোগে তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের মামলা দায়ের হয়েছে৷ বাস্তবে গোটা বিশ্বে মোট ওয়েব সার্চের ৯০ শতাংশই হয় গুগলের মাধ্যমে৷

মঙ্গলবার দায়ের হওয়া এই মামলায় অভিযোগ উঠেছে, ফোন উৎপাদক সংস্থাগুলিকে বিপুল টাকা দিচ্ছে গুগল, যাতে তারা নিজেদের ব্রাউজারে গুগলকেই ডিফল্ট সার্চ ইঞ্জিন করে রাখে৷ গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, অন্য সার্চ ইঞ্জিন না পেয়ে নয়, নিজেদের ইচ্ছাতেই মানুষ বেছে নিয়েছে গুগলকে৷

দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসনের ক্ষোভ রয়েছে গুগলের বিরুদ্ধে৷ ওয়াকিবহাল মহলের মতে, মামলা দায়ের করতে প্রেসিডেন্ট নির্বাচনের এই মরসুম বেছে নেওয়ার পিছনে রয়েছে সেই ক্ষোভেরই প্রকাশ৷

ট্রাম্প সরকারের সঙ্গে রফা, নাকি বিরোধিতার খেসারত– এই মামলায় গুগল কোন পথ বেছে নেয়, সেটাই এখন দেখার৷