অতিমারীর কারণে আগামী ১০ বছরে দারিদ্র্যের শিকার হবেন ১০০ কোটির বেশী মানুষ, দাবি রাষ্ট্রপুঞ্জের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/12/2020   শেষ আপডেট: 07/12/2020 4:04 a.m.
এই ভাবেই দারিদ্রের সংখ্যা আরো বাড়বে।

বিভিন্ন দেশে লকডাউনের ফলে এবং অন্যান্য কারণে কতটা আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছে দেশগুলি, সেগুলোই খতিয়ে দেখা হচ্ছে।

অতি সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের একটি গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রাষ্ট্রপুঞ্জের দাবি এই কোভিড-১৯ এর কারণে আগামী ১০ বছরে দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ১০০ কোটি। যা বিশ্বের মোট জনসংখ্যার ৮ভাগের একভাগ। (২০১৮ এর ১৩ জুন পর্যন্ত বিশ্বের জনসংখ্যা ছিল সাড়ে সাতশো কোটি, সেন্সর ব্যুরোর ইন্টারন্যাশনাল ডেটা বেস সূত্রে প্রাপ্ত তথ্য) রাষ্ট্রপুঞ্জের গবেষণা বলছে, আর্থ সামাজিক ক্ষেত্রে এই অতিমারীর যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে এবং ভবিষ্যতেও পড়বে তার শুধুমাত্র তার ফলেই বিশ্বে প্রায় ২০ কোটি ৭০ লক্ষ্য মানুষ দারিদ্র‍্যের শিকার হবেন। তার মধ্যে অর্ধেকেরও বেশি মহিলা। এই গবেষণাটি করেছে রাষ্ট্রপুঞ্জের অধীনে থাকা 'ইউনাইটেড নেশনস্ ডেভলপমেন্ট প্রোগ্রাম'(ইউএনডিপি)।

বিভিন্ন দেশে করোনার জন্য লকডাউন এবং আরও নানাবিধ কারণে আর্থিক দিক থেকে যে ক্ষয় হয়েছে এবং আগামী দিনে তার কতটা প্রভাব পড়তে চলেছে মূলত এই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে এই গবেষণায়। প্রসঙ্গত, আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ) -এর সাম্প্রতিকতম গবেষণায় বলা হয়েছিল হয়েছিল আর্থিক দিক থেকে ধসে পড়া বিশ্বে আগামী দশ বছরে দারিদ্র্যের শিকার হতে চলেছেন প্রায় ৪ কোটি ৪০ লক্ষ মানুষ।