কাবুল বিমানবন্দর থেকে অপহৃত ইউক্রেনের বিমান, উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ইরানে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/08/2021   শেষ আপডেট: 24/08/2021 2:29 p.m.

বিমান অপহরণের কথা স্বীকার করেছেন ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী ইয়েভজিনি ইয়েনিন

আফগানিস্তানে (Afganistan) তালিবানি (Taliban) শাসন নিয়ে উৎকণ্ঠায় গোটা বিশ্ব। এই মুহূর্তে প্রত্যেকটি দেশ তাদের নাগরিকদের আফগানিস্তানের কাবুল বিমানবন্দর থেকে দেশে ফিরিয়ে আনছে। কিন্তু এই উদ্ধারকাজের মাঝেই আফগানিস্তানের অশান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলো একটি ঘটনা ভিত্তিতে। জানা গিয়েছে, কাবুলে আটকে থাকা ইউক্রেন (Ukrain) বাসিন্দাদের উদ্ধার করতে যাওয়া একটি বিমানকে অপহরণ (Flight Hijack) করেছে অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। আজ মঙ্গলবার এই খবর সুনিশ্চিত করেছেন উপ বিদেশমন্ত্রী ইয়েভজিনি ইয়েনিন। তিনি বলেছেন, "গত রবিবার আমাদের বিমানটিকে অপহরণ করে কয়েকজন। আর আজ বিমানটি আমাদের থেকে সম্পূর্ণভাবে ছিনতাই করে ইরানের দিকে নিয়ে যাওয়া হয়। কাবুল থেকে যাদের ফেরানো হচ্ছিল, তাদের কয়েকজন ছিলেন বিমানে। এই বিমান অপহরণের জন্য আমাদের উদ্ধারকাজের পরবর্তী পদক্ষেপও ব্যাহত হচ্ছে।” এই বিমানে ৮৩ জন যাত্রী ছিল।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই বিমান অপহরণ করেছে তালিবানি জঙ্গীরা। তবে এখানেই প্রশ্ন উঠছে যে মার্কিন ন্যাটো বাহিনীর ক্ষমতায় গোটা বিমানবন্দর থাকলে, কি করে সশস্ত্র মানুষ ইউক্রেনের বিমানে উঠে পড়ল? বা গতকাল থেকে বিমান অপহরণ হলে ইউক্রেন সরকার এতক্ষণ পরে কেন এই তথ্য জানাচ্ছে? এই বিষয় নিয়ে ইতিমধ্যেই ধন্দে রয়েছে আন্তর্জাতিক মহল। এছাড়া সত্যি যদি ন্যাটো বাহিনীর দখলে থাকা বিমানবন্দরে তালিবানি জঙ্গিরা ঢুকে পরে, তাহলে অন্যান্য দেশের উদ্ধারকার্যের ভবিষ্যতে প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে।