বাইডেনের অভিষেকের সময় থাকবেন না ট্রাম্প, ট্রাম্পের সিদ্ধান্তকে কুর্নিশ বাইডেনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/01/2021   শেষ আপডেট: 09/01/2021 2:37 p.m.
-

টুইটারে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের সময় তিনি উপস্থিত থাকবেন না

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তা টুইটারে জানিয়েছেন যে তিনি ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের সময় উপস্থিত থাকবেন না। এই সিদ্ধান্তে বাইডেন সম্মতি জানিয়ে বলেছেন, এটা অত্যন্ত ভালো খবর। ট্রাম্পের সিদ্ধান্তকে সামনে রেখে তার উত্তর," খুব কম ইস্যুতে আমরা একরকম মতামত পোষণ করি। এটা হল সেরকম একটি ইস্যু। অনেকে আবার বলছেন, সেই দিন তিনি নাকি ওয়াশিংটন এই থাকবেন না।

নতুন প্রেসিডেন্টের কাজ শুরু করার একটি সেরেমনি হলো তার অভিষেক পর্ব। ওয়াশিংটনে এই অভিষেক পর্ব অনুষ্ঠিত করা হয় প্রতি নতুন প্রেসিডেন্টের আগে। আমেরিকার রাজনৈতিক চিন্তা-ধারা মনে করে, বিদায়ী প্রেসিডেন্টকে নতুন প্রেসিডেন্টের অভিষেকের সময় উপস্থিত থাকতে হয়। কিন্তু, এবারে হতে চলেছে তার বিপরীত। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এর অভিষেকের সময় উপস্থিত থাকবেন না।